Woh Lamhe Woh Baatein Bangla Lyrics & Translation- ও লামহে ও বাতে গানের বাংলা লিরিক্স ও অর্থ
ও লাহমে, ও বাতেওই মুহুর্তগুলো, ওই কথাগুলো
কোয়ি না জানে
কেউ জানেনা
থি ক্যাছি রাতে
কেমন ছিলো সে রাত গুলো
হো... বরছাতে
হো... বৃষ্টি-বর্ষন গুলো
ও ভিগি ভিগি ইয়াদে
ওই ভেজা ভেজা স্মৃতিগুলো
ও ভিগি ভিগি ইয়াদে
ওই ভেজা ভেজা স্মৃতিগুলো
... ... ...
না মে জানু
না আমি জানি
না তু জানে
না তুমি জানো
ক্যাছা হে এ মছাম
কেমন- এই আবহাওয়া
কোয়ি না জানে
কেউই জানে না
কাহি ছে এ ফিজা আয়ি
কোথা থেকে এই বাতাস এসেছে
ঘামো-কি ধুপ ছাঙ লায়ি
বিষন্নতার আলোকরশ্নি সঙ্গে নিয়ে
খাফা হো গায়ে হাম
আমরা ক্ষুদ্ধ/বিরক্ত হয়ে গিয়েছি (একজন আরেকজনের উপরে)
জুদা হো গায়ে হাম
আলাদা হয়ে গিয়েছি আমরা
ও লাহমে, ও বাতে
ওই মুহুর্তগুলো, ওই কথাগুলো
কোয়ি না জানে
কেউ জানেনা
থি ক্যাছি রাতে
কেমন ছিলো সে রাত গুলো
হো... বরছাতে
হো... বৃষ্টি-বর্ষন গুলো
ও ভিগি ভিগি ইয়াদে
ওই ভেজা ভেজা স্মৃতিগুলো
ও ভিগি ভিগি ইয়াদে
ওই ভেজা ভেজা স্মৃতিগুলো
... ... ...
ছাগার-কি গেহরায়ি-ছে
সাগরের গভীরতার চেয়েও
গেহেরা হে, আপনা পেয়ার
বেশি গভীর- আমার প্রেম
ছেহেরাও-কি ইন হাওয়া ওমে
মরুর এই বাতাসে
ক্যাছে আয়েগি বাহার
কিভাবে আসবে বসন্ত
কাহা-ছে এ হাওয়া আয়ি
কোথা থেকে এ হাওয়া এসেছে
ঘাটায়ে কালি কিউ ছায়ি
কালো মেঘ কেনো ছেয়েছে (আকাশ)
খাফা হো গায়ে হাম
আমরা ক্ষুদ্ধ/বিরক্ত হয়ে গিয়েছি (একজন আরেকজনের উপরে)
জুদা হো গায়ে হাম
আলাদা হয়ে গিয়েছি আমরা
ও লাহমে, ও বাতে
ওই মুহুর্তগুলো, ওই কথাগুলো
কোয়ি না জানে
কেউ জানেনা
থি ক্যাছি রাতে
কেমন ছিলো সে রাত গুলো
হো... বরছাতে
হো... বৃষ্টি-বর্ষন গুলো
ও ভিগি ভিগি ইয়াদে
ওই ভেজা ভেজা স্মৃতিগুলো
ও ভিগি ভিগি ইয়াদে
ওই ভেজা ভেজা স্মৃতিগুলো
................................................................
গানঃ ও লামহে, ও বাতে কোয়ি না জানে
শিল্পীঃ আতিফ আসলাম
অভিনয়েঃ ইমরান হাশমি ও শামিতা শেট্টি
সিনেমাঃ জেহের (Zeher-2005)
................................................................
লুট গায়ে গানের বাংলা লিরিক্স ও অর্থ - Lut Gaye Song Bangla Lyrics And Translation
ম্যানে জাব দেখা-থা তুঝকোআমি যখন তোমায় দেখেছিলাম
রাত-ভি ও ইয়াদ হে মুঝকো,
সেই রাতটাও এখনো মনে আছে
তারে গিনতে-গিনতে ছো-গায়া
Jo Bheji Thi Dua Bangla Lyrics & Translation-জো ভেজি থি দুয়া লিরিক্স
কিছে পুছু ? হে অ্যাছা কিউ?কাকে প্রশ্ন/জিজ্ঞসা করবো? (দুনিয়াটা) এমন কেনো?
বেজুবা-ছা, এ জাহা(ন) হে...
নিশ্চুপ... এই দুনিয়া...
খুশি কে পাল, কাহা ডুন্ডু?
Zara Si Dil Mein De Jagah Tu Bangla Translation- জারা-ছি দিল-মে দে জাগা তু গানের বাংলা অর্থ
জারা-ছি দিল-মে দে জাগা তু,তোর দিলের/হৃদয়ের মধ্যে একটুখানি জায়গা দে
যারা-ছা আপনা লে বানা
একটুখানি তোর করে নে আমায়।
জারা-ছা খাবো-মে ছাজা তু
Aashiq Banaya Aapne Bangla Lyrics-আশিক বানায়া লিরিক্স
আশিক বানায়া, আশিক বানায়া,
আশিক বানিয়েছো, আশিক বানিয়েছো,
আশিক বানায়া আপনে
আশিক বানিয়েছো তুমি
তেরে বিন ছুনি হে বাহে
Dil Sambhal Ja Zara Phir Mohabbat Bangla Lyrics-দিল সামাল যা যারা ফির মোহাব্বাত কারনে চালা হে তু
যাব যাব তেরে পাছ-মে আয়াযতবারই তোর কাছে এসেছি
ইক ছুকুন মিলা।
(আমি) একধরনের শান্তি পেয়েছি।
জিছে মে থা ভুলতা আয়া
Dil Ibadat Kar Raha Hai-দিল ইবাদাত কার রাহাহে
দিল ইবাদাত কার রাহা-হে
এ হৃদয় প্রার্থনা করছে,
ধারকানে মেরি ছুন
আমার হৃদস্পন্দন শোন
তুঝ-কো মে কার-লু হাছিল
তুহি মেরি সাব হে বাংলা লিরিক্স-Tuhi Meri Shab Hai Bangla Lyrics
((তুহি মেরি সাব-হে, সুবাহ হে।
তুই আমার রাত্রি, সকালও (তুই)
তুহি দিন-হে মেরা।
তুই-ই আমার দিন।
তুহি মেরা রব হে, জাহা(ন)-হে
Hamari Adhuri Kahani- হামারি আধুরি কাহানী
পাছ আয়ে, দুরিয়া ফির ভি কাম না হুয়ি...
কাছে এসেছি (আমরা), দুরত্ব তারপরেও কমেনি ...
এক আধুরি-ছি হামারি কাহানী রাহি...
এক অসম্পুর্ন আমাদের (প্রেমের) কাহিনী...
(অপুর্ন রয়ে গেছে আমাদের প্রেমের সেই গল্প)
আছমা কো জামি(ন), ইয়ে জরুরি নেহি, জা মিলে... জা মিলে...
Humanava Mujhe Apna Bana Le - হামনাভা মুঝে আপনা বানা লে
আ আ আ................এ হামনাভা, মুঝে আপনা বানা লে...
ও সঙ্গী, আমাকে তোর করে নে...
ছুখি পারি দিল কি ইছ জামি-কো ভিগা দে ।
শুকিয়ে থাকা এ হৃদয়ের মাটিকে/জমিকে ভিজিয়ে দে ।
হুমম... হু এ্যাকেলা, জারা হাথ বারহা দে...
2 Comments
woh lamhe jo meine jee liye, woh bhi kuch nahi bachi, sab kuch gaya saath me uske sath
ReplyDeleteBangla transport
ReplyDelete