লুট গায়ে গানের বাংলা লিরিক্স ও অর্থ - Lut Gaye Song Bangla Lyrics And Translation


Click here to see the English lyrics and translation.

লুট গায়ে গানের বাংলা লিরিক্স ও অর্থ - Lut Gaye Song Bangla Lyrics And Translation


ম্যানে জাব দেখা-থা তুঝকো
আমি যখন তোমায় দেখেছিলাম

রাত-ভি ও ইয়াদ হে মুঝকো,
সেই রাতটাও এখনো মনে আছে

তারে গিনতে-গিনতে ছো-গায়া
তারা গুনতে গুনতে ঘুমিয়ে পড়েছিলাম

দিল মেরা ধারকা-থা কাছ-কে
আমার হৃদয়টা জোরে ধুকপুক করছিল

কুছ কাহা-থা তুনে হাছ-কে
তুমি হেসে হেসে কিছু বলেছিলে

ম্যানে উছি-পাল তেরা হো গায়া
আমি তখনই তোমার হয়ে গিয়েছিলাম

আছমানো-পে জো খুদা-হে
আকাশে যে খোদা আছেন

উছে মেরি এহি দুয়া হে
তার কাছেই আমার এই প্রার্থনা

চান্দ এ হার রোজ মে দেখু, তেরে ছাথ-মে
প্রতিদিন যেন তোমার সাথেই চাঁদ দেখি

আখ উঠতি মোহাব্বাত-নে আঙরায়ি-লি
(চোখের) নজর পড়তেই, ভালোবাসা জেগে উঠলো

দিল-কা ছওদা হুয়া চান্দনি রাত-মে
চাঁদনী রাতে হৃদয়ের লেনদেন হল

ও- তেরি নাজরো-নে কুছ এ্যাছা জাদু কিয়া
তোমার চোখ এমন জাদু করল

লুট গায়ে হাম তো, পেহলি মুলাকাত-মে
আমি তো প্রথম দেখাতেই চুরি হয়ে গেলাম

ও- আখ উঠতি
ও- চোখ/নজর পড়তেই






পাও রাখনা, না জামি(ন) পার,
পা রেখো না, মাটিতে

জান রুখ-জা, তু ঘাড়ি ভার
প্রিয়, এক মুহূর্ত দাঁড়াও

থোরে তারে তো বিছা-দু মে তেরে ওয়াছতে
কিছু তারা বিছিয়ে দিই তোমার চলার রাস্তায়



আজমালে মুঝকো ইয়ারা,
আমাকে পরীক্ষা কিরে নাও প্রিয়

তু জারা-ছা কার ইশারা
তুমি শুধু একটু ইশারা করো

দিল জ্বালা-কে জাগমাগা দু, মে তেরে রাস্তে
আমি হৃদয় জ্বালিয়ে তোমার পথ আলোকিত করব



হা... মেরে জ্যাছা ইশক-মে পাগাল, ,
আমার মতো প্রেমে পাগল

ফির মিলে ইয়া না মিলে কাল
আবার কখনও পাবে কিনা, কে জানে

ছোছনা কেয়া হাথ এ দেদে, মেরে হাথ-মে
আর ভাবনা কিসের? এই হাতটা আমার হাতে দাও


আখ উঠতি মোহাব্বাত-নে আঙরায়ি-লি
(চোখের) নজর পড়তেই, ভালোবাসা জেগে উঠলো

দিল-কা ছওদা হুয়া চান্দনি রাত-মে
চাঁদনী রাতে হৃদয়ের লেনদেন হল

ও- তেরি নাজরো-নে কুছ এ্যাছা জাদু কিয়া
তোমার চোখ এমন জাদু করল

লুট গায়ে হাম তো, পেহলি মুলাকাত-মে
আমি তো প্রথম দেখাতেই চুরি হয়ে গেলাম

ও- আখ উঠতি
ও- চোখ/নজর পড়তেই








হা- কিছছে মোহাব্বাত-কে, হে জো কিতাবো-মে
হ্যাঁ, কিছু ভালোবাসার গল্প, যেগুলো কিতাবেই লেখা

ছব চাহাতা-হু মে, ছাং তেরে দোহরানা
আমি চাই তোমার সাথে সে গল্প গুলোর মতো করে বাঁচতে

কিতনা জরুরী হে, আব মেরি খাতির তু
কতট জরুরী, আমার জন্য তুমি

মুশকিল হে, মুশকিল হে, লাফজো-মে কেহ পানা
কথায় তা বলা/ বলে বোঝানো মুশকিল


আব-তো এ আলাম-হে, তু জান মাঙ্গে তো
এখন এমন অবস্থা, যদি তুমি আমার প্রাণও চাও

মে শখ-ছে দেদু ছওগাত মে
আমি খুশি হয়ে উপহার হিসেবে তোমায় দিয়ে দিবো



আখ উঠতি মোহাব্বাত-নে আঙরায়ি-লি
(চোখের) নজর পড়তেই, ভালোবাসা জেগে উঠলো

দিল-কা ছওদা হুয়া চান্দনি রাত-মে
চাঁদনী রাতে হৃদয়ের লেনদেন হল

ও- তেরি নাজরো-নে কুছ এ্যাছা জাদু কিয়া
তোমার চোখ এমন জাদু করল

লুট গায়ে হাম তো, পেহলি মুলাকাত-মে
আমি তো প্রথম দেখাতেই চুরি হয়ে গেলাম

ও- আখ উঠতি
ও- চোখ/নজর পড়তেই

--------------------------------------------------------------
Song: Lut Gaye
Singer: Jubin Nautiyal
Music By: Tanishk Bagchi
Lyrics By Manoj Muntashir
Featuring - Emraan Hashmi
Introducing - Yukti
Programmed And Arranged - Tanishk Bagchi
Additional Voice - Altamash Faridi
Mixed And Mastered - Eric Pillai at Future Sound of Bombay
Mix Assistant Engineer - Michael Edwin Pillai
Jubin's vocal recorded By: Surajit Ghosh Mazumdar (T-Series Studio)
____
Original Song Credits
Song: Aankh Uthi Mohabbat Ne
Singer/Author/Composer: Ustad Nusrat Fateh Ali Khan
--------------------------------------------------------------





Woh Lamhe Woh Baatein Bangla Lyrics & Translation- ও লামহে ও বাতে গানের বাংলা লিরিক্স ও অর্থ 

ও লাহমে, ও বাতে
ওই মুহুর্তগুলো, ওই কথাগুলো

কোয়ি না জানে
কেউ জানেনা

থি ক্যাছি রাতে







Jo Bheji Thi Dua Bangla Lyrics & Translation-জো ভেজি থি দুয়া লিরিক্স 

কিছে পুছু ? হে অ্যাছা কিউ?
কাকে প্রশ্ন/জিজ্ঞসা করবো? (দুনিয়াটা) এমন কেনো?

বেজুবা-ছা, এ জাহা(ন) হে...
নিশ্চুপ... এই দুনিয়া...

খুশি কে পাল, কাহা ডুন্ডু?







Zara Si Dil Mein De Jagah Tu Bangla Translation- জারা-ছি দিল-মে দে জাগা তু গানের বাংলা অর্থ 

জারা-ছি দিল-মে দে জাগা তু,
তোর দিলের/হৃদয়ের মধ্যে একটুখানি জায়গা দে

যারা-ছা আপনা লে বানা
একটুখানি তোর করে নে আমায়।

জারা-ছা খাবো-মে ছাজা তু







Aashiq Banaya Aapne Bangla Lyrics-আশিক বানায়া লিরিক্স


আশিক বানায়া, আশিক বানায়া,
আশিক বানিয়েছো, আশিক বানিয়েছো,

আশিক বানায়া আপনে
আশিক বানিয়েছো তুমি

তেরে বিন ছুনি হে বাহে







Dil Sambhal Ja Zara Phir Mohabbat Bangla Lyrics-দিল সামাল যা যারা ফির মোহাব্বাত কারনে চালা হে তু 

যাব যাব তেরে পাছ-মে আয়া
যতবারই তোর কাছে এসেছি

ইক ছুকুন মিলা।
(আমি) একধরনের শান্তি পেয়েছি।

জিছে মে থা ভুলতা আয়া







Dil Ibadat Kar Raha Hai-দিল ইবাদাত কার রাহাহে 


দিল ইবাদাত কার রাহা-হে
এ হৃদয় প্রার্থনা করছে,

ধারকানে মেরি ছুন
আমার হৃদস্পন্দন শোন

তুঝ-কো মে কার-লু হাছিল







তুহি মেরি সাব হে বাংলা লিরিক্স-Tuhi Meri Shab Hai Bangla Lyrics 


((তুহি মেরি সাব-হে, সুবাহ হে।
তুই আমার রাত্রি, সকালও (তুই)

তুহি দিন-হে মেরা।
তুই-ই আমার দিন।

তুহি মেরা রব হে, জাহা(ন)-হে







Hamari Adhuri Kahani- হামারি আধুরি কাহানী


পাছ আয়ে, দুরিয়া ফির ভি কাম না হুয়ি...
কাছে এসেছি (আমরা), দুরত্ব তারপরেও কমেনি ...

এক আধুরি-ছি হামারি কাহানী রাহি...
এক অসম্পুর্ন আমাদের (প্রেমের) কাহিনী...
(অপুর্ন রয়ে গেছে আমাদের প্রেমের সেই গল্প)

আছমা কো জামি(ন), ইয়ে জরুরি নেহি, জা মিলে... জা মিলে...







Humanava Mujhe Apna Bana Le - হামনাভা মুঝে আপনা বানা লে

আ আ আ................
এ হামনাভা, মুঝে আপনা বানা লে...
ও সঙ্গী, আমাকে তোর করে নে...

ছুখি পারি দিল কি ইছ জামি-কো ভিগা দে ।
শুকিয়ে থাকা এ হৃদয়ের মাটিকে/জমিকে ভিজিয়ে দে ।

হুমম... হু এ্যাকেলা, জারা হাথ বারহা দে...





Post a Comment

0 Comments