Bheegi Bheegi by James- বিগি বিগি- জেমস



Bheegi Bheegi by James- ভিগি ভিগি- জেমস

ভিগি ভিগি-ছি হে রাতে,
ভেজা ভেজা রাত,


ভিগি ভিগি ইয়াদে,
সিক্ত স্মৃতি,


ভিগি ভিগি বাতে,
ভেজা ভেজা কথা,


ভিগি ভিগি আখো মে ক্যাছি নামি হে ?
ভেজা ভেজা চোখে, এ কেমন জলের ধারা নেমেছে ?


আ হা হা হা, আ হা, আ হা হা হা...
আ হা, আ হা হা হা...




ছাপ্নো কা ছায়া, পালকো-পে আয়া,
স্বপ্নের ছায়া, চোখের পলকে/ পাপড়িতে এসেছে,


পাল-মে হাছায়া, পাল-মে রুলায়া ।
এক মুহুর্তে হাসায়, এক মুহুর্তে কাদায়।


ফির ভি ইয়ে ক্যাছি কামি হে ?
তারপরেও এ কেমন শুন্যতা/অপুর্নতা ?


আ হা হা হা, আ হা, আ হা হা হা...
আ হা, আ হা হা হা...




না জানে কোয়ি,
না জানে কেউ,


ক্যাছি হে ইয়ে জিন্দেগানী, জিন্দেগানী ।
কেমন আছে এ জিন্দেগী, জিন্দেগী ।


হামারি আধুরী কাহানী ।
আমাদের অপুর্ন কাহিনী ।




না জানে কোয়ি,
না জানে কেউ,


ক্যাছি হে ইয়ে জিন্দেগানী, জিন্দেগানী ।
কেমন আছে এ জিন্দেগী, জিন্দেগী ।


হামারি আধুরী কাহানী ।
আমাদের অপুর্ন কাহিনী ।





আধি আধি জাগি, আধি আধি ছোয়ি ।
একটু একটু জাগি, একটু একটু শুয়ে থাকি ।


আঁখে ইয়ে তেরি তো লাগতা হে রোয়ি,
আঁখি গুলো তোর মনে হয়, জলের ধারা নামাচ্ছে,


লেকার কে নাম হামারা,
আমার নাম নিয়ে,


আ হা হা হা, আ হা, আ হা হা হা...
আ হা, আ হা হা হা...




রুঠা রুঠা রাব, ছুটা ছুটা ছাব ।
রুষ্ট হয়ে আছে রব, আমি সব হারিয়ে ফেলেছি ।


টুটা টুটা দিল, তেরে বিনা আব,
হৃদয় ভেঙ্গে গেছে, তোকে ছাড়া,


ক্যায়ছে হো জিনা গাওয়ারা ?
ক্যামনে এ জীবন চলবে ?


আ হা হা হা, আ হা, আ হা হা হা...
আ হা, আ হা হা হা...




(((না জানে কোয়ি,
না জানে কেউ,


ক্যাছি হে ইয়ে জিন্দেগানী, জিন্দেগানী ।
কেমন আছে এ জিন্দেগী, জিন্দেগী ।


হামারি আধুরী কাহানী ।(২)))
আমাদের অপুর্ন কাহিনী ।





ভিগি ভিগি-ছি হে রাতে,
ভেজা ভেজা রাত,


ভিগি ভিগি ইয়াদে,
সিক্ত স্মৃতি,


ভিগি ভিগি বাতে,
ভেজা ভেজা কথা,


ভিগি ভিগি আখো মে ক্যাছি নামি হে ?
ভেজা ভেজা চোখে, এ কেমন জলের ধারা নেমেছে ?


আ হা হা হা, আ হা, আ হা হা হা...
আ হা, আ হা হা হা...




না জানে কোয়ি,
না জানে কেউ,


ক্যাছি হে ইয়ে জিন্দেগানী, জিন্দেগানী ।
কেমন আছে এ জিন্দেগী, জিন্দেগী ।


হামারি আধুরী কাহানী ।
আমাদের অপুর্ন কাহিনী ।




না জানে কোয়ি,
না জানে কেউ,


না জানে কোয়ি,
না জানে কেউ,


হামারি আধুরী কাহানী ।
আমাদের অপুর্ন কাহিনী ।


না জানে কোয়ি,
না জানে কেউ,




ক্যাছি হে ইয়ে জিন্দেগানী,
কেমন আছে এ জিন্দেগী,


হামারি আধুরী কাহানী ।
আমাদের অপুর্ন কাহিনী ।




না না- না না- না না- না না ............
ইয়ে এ ইয়ে এ এ ......।।


হামারি আধুরী কাহানী ।
আমাদের অপুর্ন কাহিনী ।


..............................................
গানঃ বিগি বিগি
মুভিঃ গ্যাংস্টার
মিউজিক ডিরেক্টরঃ প্রিতম
গীতিকারঃ ময়ূর পূরী
ল্যাবেলঃ টি- সিরিজ
শিল্পীঃ জেমস
প্রকাশকালঃ ২০০৬
.................................................




Alvida by James- আলবিদা- জেমস 


চুপকে ছে কাহি, ধিমে পাও ছে, জানে কিছ তারা(ফ), কিছ ঘাড়ি,
চুপ করে কোথাও, নিঃশব্দ পায়ে, কে জানে কিভাবে, কোন সময়,







বেবাছি... ক্যাছি বেবাছি...
অসহায়ত্ব... এ কেমন অসহায়ত্ব...


বেবাছ কিউ হে ইয়ে জিন্দেগী... ও... 
অসহায় কেনো এই জীবন...







Chal Chale by James- চাল চালে- জেমস 


চাল চালে আপনি ঘার, এ মেরে হামছাফার ।
চলো, চলো নিজেদের ঘরে, ও আমার সফরসঙ্গী/প্রিয়তমা ।


বান্দ দারওয়াজে কার, ছাবছে হো বেখাবার,
দরজা বন্ধ করে, সবার কাছ থেকে আড়াল হবো,




Post a Comment

0 Comments