Tu Hai Ki Nahi- তু হে কে নেহি



Tu Hai Ki Nahi- তু হে কে নেহি

 
মুঝছে-হি আজ মুঝকো মিলা দে ।
আমাকে আজ আমার সাথেই দেখা করিয়ে দাও


দেখু- আদাতো- মে, তু হে কে নেহি ।
দেখি- আমার অভ্যাসে/আচরনে তুমি আছো কিনা ।


হার ছাছ-ছে পুছ-কে বাতা দে,
সকল নিশ্বাসকে জিজ্ঞাসা করে বলে দাও,


ইনকে ফাছলো-মে, তু হে কে নেহি...
এগুলোর মধ্যে তুমি আছো নাকি নেই...


মে আছপাছ তেরে,
আমি তোমার আশেপাশেই আছি,


অর মেরে পাছ...
আর আমার পাশে...


তু হে কে নেহি... (৪)
তুমি আছো নাকি নেই (আমি দেখতে চাই)...




দরতে হে খাব জিনপে রাস্তা ও তু লাগে,
দৌড়ায় স্বপ্ন যার উপরে, ঐ রাস্তা তোমাকেই মনে হয়,


নিন্দ-ছে জো আখ-কা হে ওয়াছতা ও তু লাগে,
ঘুমের সাথে চোখের যেমন সংযোগ, তোমার সাথে আমারও তেমন ।


তু বাদালতা ওয়াক্ত কোয়ি খুশনুমা-ছা পাল মেরা,
তুমি পরিবর্তনশীল সময়, খুশির/আনন্দের সময়/মুহুর্ত আমার (তুই),


তু ও লামহা জো না ঠ্যাহেরে, আনেওয়ালা কাল মেরা ।
তুমি ঐ সময়/মুহুর্ত, যেটা থেমে থাকেনা, (আর- এই তুমিই) আমার আসন্ন ভবিষ্যত ।


মে আছপাছ তেরে,
আমি তোমার আশেপাশেই আছি,


অর মেরে পাছ...
আর আমার পাশে...


তু হে কে নেহি... (৪)
তুমি আছো নাকি নেই (আমি দেখতে চাই)... (৪)






ইন লাবো পে জো হাছি হে ইনকি তু হি হে বাজাহ / ওয়াজাহ,
এই ঠোটে যে হাসি, এর কারন তুমিই,




বিন তেরে মে কুছ নেহি হু, মেরা হোনা বেওয়াজাহ ।
তোমাকে ছাড়া আমি কিছুই না, আমার অস্তিত্বই মূল্যহীন (তোমাকে ছাড়া) ।


ধুপ তেরি না পারে তো ডুন্ডলা-ছা মে লাগু,
তোমার জ্যোতি/আলো না পড়লে, আমাকে ম্লান/অনুজ্জ্বল লাগে,


আকে ছাছে দে মুঝে তু তাকি জিন্দা মে রাহু।
তুমি এসে আমাকে নিশ্বাস দাও, যেনো আমি জীবিত থাকি।


মে আছপাছ তেরে,
আমি তোমার  আশেপাশেই আছি,


অর মেরে পাছ...
আর আমার পাশে...


তু হে কে নেহি... (৪)
তুমি আছো নাকি নেই (আমি দেখতে চাই)... (৪)


------------------------------------------------------
গানঃ তু হে কি নেহি
অভিনয়েঃ রনবীর কাপুর, জ্যাকুলিন ফার্নান্দেজ
মিউজিক কম্পোজারঃ অঙ্কিত তিওয়ারি
শিল্পীঃ অঙ্কিত তিওয়ারি
লিরিক্সঃ অবেন্দ্র কুমার উপাধ্যায়
ল্যাবেলঃ টি-সিরিজ
প্রকাশকালঃ ২০১৫
------------------------------------------------------








Boond Boond- বুন্দ বুন্দ

বুন্দ বুন্দ কারকে মুঝ-মে গিরনা তেরা,
ফোটা ফোটা করে (পানির মতো) , আমার মাঝে তুই পড়,


অর মুঝ-মে মুঝছে জেয়াদা হোনা তেরা,
আর, আমার মধ্যে আমার চেয়েই বেশি হয়ে থাক তুই,


ভিগা ভিগা ছা মুঝকো তান তেরা লাগে,











পেহলে ভি মে, তুমছে মিলা হু
আগেও যেনো তোমার সঙ্গে দেখা হয়েছে

পেহলি দাফা হি, মিলকে লাগা
প্রথমবার দেখার পর, এমনই মনে হচ্ছে

তুনে ছুয়া জখমো কো মেরে







Sadda Haq From Rockstar- ছাদ্দা হাক অ্যাথে রাখ
 
তুম লোগো কি, ইছ দুনিয়া মে,
তোমাদের- এই দুনিয়ায়,

হার কাদাম পে, ইনছা(ন) গালাত,
প্রতি কদমেই, মানুষের ভূল,

মে ছাহি ছামাঝ কে জো ভি কারু,
আমি বুঝে-শুনে যাই করি,

তুম ক্যাহেতো হো গালাত,
তোমরা বলো- ভূল...









কুন ফায়াকুন, কুন ফায়াকুন, ফায়াকুন,
হও, হয়ে যায়, হও, হয়ে যায়, হয়ে যায়,
(সৃষ্টিকর্তা বলেনঃ "হও", আর সাথে সাথেই তা হয়ে যায়, যা তিনি চেয়েছেন)

ফায়াকুন ফায়াকুন ফায়াকুন (২))
হয়ে যায়, হয়ে যায়, হয়ে যায়,


জাব কাহি পে কুছ নেহি ভি নেহি থা,
যখন কোথাও কোনো কিছুই ছিলো না,










Aur Ho from Rockstar-অর হো- মেরি বেবাসি কা বয়ান হে 

(মেরি বেবাছি-কা বায়ান হে,
আমার অসহায়ত্বের কথা এগুলো,


বাছ চাল রাহা না ইছ ঘাড়ি (২))
এই সময়ে আমি কিছুই করতে পারছি না,


রাছ হাছরাত কা নিছোর দু,










মেরে রুহু-কা পারিন্দা ফারফারায়ে,
আমার আত্বার পাখি, ডানা ঝাপটাচ্ছে,


লেকিন ছুকুন-কা জাজিরা মিল না পায়ে,
কিন্তু, শান্তির দ্বীপ/ঠিকানা/দেশ খুজে পাচ্ছে না,


ভে কি কারা, ভে কি কারা ?
কি করবো ? কি করবো ?










এ দিল হে মুশকিল সং - Ae Dil Hai Mushkil

তু ছাফার মেরা, হে তু হি মেরি মানজিল ।
তুই আমার সফর (জার্নি/ভ্রমন), তুই-ই আমার গন্তব্য।


তেরে বিনা গুজারা, এ দিল হে মুশকিল ।
তোকে ছাড়া বেঁচে থাকা, ওহ প্রিয়া- অনেক কষ্টের ।
(ও প্রিয়া- তোমায় ছাড়া বেঁচে থাকাটা অনেক মুশকিল)


তু মেরা খুদা, তু হি দুয়া মে শামিল ।




Post a Comment

0 Comments