Boond Boond- বুন্দ বুন্দ


Boond Boond- বুন্দ বুন্দ


(((বুন্দ বুন্দ কারকে মুঝ-মে গিরনা তেরা,
ফোটা ফোটা করে (পানির মতো) , আমার মাঝে তুই পড়,


অর মুঝ-মে মুঝছে জেয়াদা হোনা তেরা,(২)))
আর, আমার মধ্যে আমার চেয়েই বেশি হয়ে থাক তুই,


ভিগা ভিগা ছা মুঝকো তান তেরা লাগে,
ভেজা ভেজা লাগে তোর শরীর আমার কাছে,


আজা তুঝকো পি লু মান মেরা কাহে।
আয় তোকে পান করে নিই, আমার মনে বলে ।


মে না বাচা মুঝ-মে থোরা-ছা ভি,
আমি নাই আমার মাঝে একটুও,


দেখ তু না বাচা তুঝ-মে ভি ।
দেখ- তুইও নেই তোর মাঝে ।


জ্বালনে লাগা, গারম ছাছো-ছে মে,
জ্বলতে লাগছি আমি, গরম নিশ্বাসে,


তু পিঘালনে লাগা মুঝ-মে হি।
তুই গলছিস আমার মধ্যে ।
.........


কাতরা কাতরা মে জ্বালু,
একটু একটু করে আমি জ্বলি,


শারম-ছে তেরে মিলু,
তোর লজ্জ্বার সাথে আমি মিলি,


জিসম তেরা মোম-কা পিঘলা দু ।
শরীর তোর মোমের মতো, গলিয়ে দেই (এমন ইচ্ছে করে) ।


কারআটে ভি তাং হো,
মোচড়াচ্ছে শরীরও ,


রাত ভার তু ছাঙ্গ হো,
রাতভর তুই সঙ্গে আছিস,


তেরে হার এক আঙ্গ কো ছুলগা দু ।
তোর প্রতি অঙ্গে আগুন ধরিয়ে দিই (ইচ্ছে করে) ।


ভিগা ভিগা ছা মুঝকো তান তেরা লাগে,
ভেজা ভেজা লাগে তোর শরীর আমার কাছে,


আজা তুঝকো পি লু মান মেরা কাহে।
আয় তোকে পান করে নিই, আমার মনে বলে ।


মে না বাচা মুঝ-মে থোরা-ছা ভি,
আমি না আমার মাঝে একটুও,


দেখ তু না বাচা তুঝ-মে ভি ।
দেখ- তুইও নেই তোর মাঝে ।


জ্বালনে লাগা, গারম ছাছো-ছে মে,
জ্বলতে লাগছি আমি, গরম নিশ্বাসে,


তু পিঘালনে লাগা মুঝ-মে হি।
তুই গলছিস আমার মধ্যে ।


.........
হোনে দে কুছ গালতিয়া,
হতে দে কিছু ভূল,


রেঙ্গতি ইয়ে উঙলিয়া
আঙ্গুল খেলা করে (তোর-আমার শরীরে)


জিসম কে তু দারমিয়া ঠেহরা দে ।
শরীরের মধ্যে তুই থাকতে দে ।


লামহা কোয়ি গারম তু ইয়া উবালতি বারফ তু ?
তুই কি কোনো উষ্ণ মুহুর্ত নাকি ফুটতে থাকা কোনো বরফ/তুষার ?


মুঝপে হো জা খারচ তু ইউ আকে ।
আমার ভেতরে তুই নিঃশেষ হয়ে যা এখানে এসে ।


ভিগা ভিগা ছা মুঝকো তান তেরা লাগে,
ভেজা ভেজা লাগে তোর শরীর আমার কাছে,


আজা তুঝকো পি লু মান মেরা কাহে।
আয় তোকে পান করে নিই, আমার মনে বলে ।


মে না বাচা মুঝ-মে থোরা-ছা ভি,
আমি না আমার মাঝে একটুও,


দেখ তু না বাচা তুঝ-মে ভি ।
দেখ- তুইও নেই তোর মাঝে ।


জ্বালনে লাগা, গারম ছাছো-ছে মে,
জ্বলতে লাগছি আমি, গরম নিশ্বাসে,


তু পিঘালনে লাগা মুঝ-মে হি।
তুই গলছিস আমার মধ্যে ।


----------------------------------
গানঃ বুন্দ বুন্দ
মুভিঃ রয়

মিউজিক কম্পোজারঃ অঙ্কিত তিওয়ারি
শিল্পীঃ অঙ্কিত তিওয়ারি
ল্যাবেলঃ টি-সিরিজ
প্রকাশকালঃ ২০১৫
------------------------------------







 

Tu Hai Ki Nahi- তু হে কে নেহি
 
মুঝছে-হি আজ মুঝকো মিলা দে ।
আমাকে আজ আমার সাথেই দেখা করিয়ে দাও


দেখু- আদাতো- মে, তু হে কে নেহি ।
দেখি- আমার অভ্যাসে/আচরনে তুমি আছো কিনা ।


হার ছাছ-ছে পুছ-কে বাতা দে,











পেহলে ভি মে, তুমছে মিলা হু
আগেও যেনো তোমার সঙ্গে দেখা হয়েছে

পেহলি দাফা হি, মিলকে লাগা
প্রথমবার দেখার পর, এমনই মনে হচ্ছে

তুনে ছুয়া জখমো কো মেরে







Sadda Haq From Rockstar- ছাদ্দা হাক অ্যাথে রাখ
 
তুম লোগো কি, ইছ দুনিয়া মে,
তোমাদের- এই দুনিয়ায়,

হার কাদাম পে, ইনছা(ন) গালাত,
প্রতি কদমেই, মানুষের ভূল,

মে ছাহি ছামাঝ কে জো ভি কারু,
আমি বুঝে-শুনে যাই করি,

তুম ক্যাহেতো হো গালাত,
তোমরা বলো- ভূল...









কুন ফায়াকুন, কুন ফায়াকুন, ফায়াকুন,
হও, হয়ে যায়, হও, হয়ে যায়, হয়ে যায়,
(সৃষ্টিকর্তা বলেনঃ "হও", আর সাথে সাথেই তা হয়ে যায়, যা তিনি চেয়েছেন)

ফায়াকুন ফায়াকুন ফায়াকুন (২))
হয়ে যায়, হয়ে যায়, হয়ে যায়,


জাব কাহি পে কুছ নেহি ভি নেহি থা,
যখন কোথাও কোনো কিছুই ছিলো না,










Aur Ho from Rockstar-অর হো- মেরি বেবাসি কা বয়ান হে 

(মেরি বেবাছি-কা বায়ান হে,
আমার অসহায়ত্বের কথা এগুলো,


বাছ চাল রাহা না ইছ ঘাড়ি (২))
এই সময়ে আমি কিছুই করতে পারছি না,


রাছ হাছরাত কা নিছোর দু,










মেরে রুহু-কা পারিন্দা ফারফারায়ে,
আমার আত্বার পাখি, ডানা ঝাপটাচ্ছে,


লেকিন ছুকুন-কা জাজিরা মিল না পায়ে,
কিন্তু, শান্তির দ্বীপ/ঠিকানা/দেশ খুজে পাচ্ছে না,


ভে কি কারা, ভে কি কারা ?
কি করবো ? কি করবো ?










এ দিল হে মুশকিল সং - Ae Dil Hai Mushkil

তু ছাফার মেরা, হে তু হি মেরি মানজিল ।
তুই আমার সফর (জার্নি/ভ্রমন), তুই-ই আমার গন্তব্য।


তেরে বিনা গুজারা, এ দিল হে মুশকিল ।
তোকে ছাড়া বেঁচে থাকা, ওহ প্রিয়া- অনেক কষ্টের ।
(ও প্রিয়া- তোমায় ছাড়া বেঁচে থাকাটা অনেক মুশকিল)


তু মেরা খুদা, তু হি দুয়া মে শামিল ।










Post a Comment

0 Comments