Jag Soona Soona Lage- জাগ ছুনা ছুনা লাগে

 

Jag Soona Soona Laage- জাগ ছুনা ছুনা লাগে


মে তা জিয়া, না মারা
আমি না জীবিত, না মৃত

হায় ভে দাছ মে কি কারা...
হায়- প্লিজ বলে দে- আমি কি করবো...

দিল জুড়ে বিনা হি টুট গায়ে
হৃদয় জোড়া লাগার আগে ভেঙে গেছে

হাত মিলে বিনা হি ছুট গায়ে
হাত মেলার আগেই হাত ছুটে গেছে

কি লিখে নে লেখ কিছমাত নে
কি না কি লিখে রেখেছে (আমার) ভাগ্য


বার বার রোর আখিয়া তেনু জো না ভেখ ছাকিয়া
বারবার কাঁদে - এই আঁখি, তোর কোনো আভাস দেখতে না পেয়ে -ও সখি


খো লেয়া এ ইয়ার কুদরাত নে
আলাদা করে দিয়েছে ভাগ্য তোকে, আমার কাছে থেকে


কাটা মে কিবে দিন তেরি ছ তেরে বিন
কাটাবো আমি কিভাবে দিন-রাত, তোর কসম, তোকে ছাড়া


মে তা জিয়া না মারা
আমি না জীবিত না মৃত


ছান ছে জো টুটে কোয়ি ছপ্না
এক মুহুর্তে/ হঠাত করেই যখন স্বপ্ন ভেঙ্গে যায়

জাগ ছুনা ছুনা লাগে
এ জগত শুন্য শুন্য লাগে


জাগ ছুনা ছুনা লাগে
এ জগত শুন্য শুন্য লাগে


কোয়ি রাহে না জাব আপনা
আপন কেউ যখন আর থাকেনা




জাগ ছুনা ছুনা লাগে
এ জগত শুন্য শুন্য লাগে


জাগ ছুনা ছুনা হে তো
এ জগত শুন্য শুন্য


ইয়ে কিউ হোতা হে,
এমন কেনো হয় ?


জাব ইয়ে দিল রোতা হে
যখন এ হৃদয় কাঁদে


রোয়ে ছিছাক ছিছাক কে হাওয়ায়ে
(মনে হয় যেনো) হাওয়াও কান্না করছে সাথে সাথে


জাগ ছুনা লাগে
জগত শুন্য লাগে




ছান ছে জো টুটে কোয়ি ছপ্না
এক মুহুর্তে/ হঠাত করেই যখন স্বপ্ন ভেঙ্গে যায়

জাগ ছুনা ছুনা লাগে
এ জগত শুন্য শুন্য লাগে


জাগ ছুনা ছুনা লাগে
এ জগত শুন্য শুন্য লাগে

কোয়ি রাহে না জাব আপনা
আপন কেউ যখন আর থাকেনা


জাগ ছুনা ছুনা লাগে
এ জগত শুন্য শুন্য লাগে

জাগ ছুনা ছুনা লাগেরে
জগত শুন্য শুন্য লাগেরে

ছুনা লাগেরে
শুন্য মনে হয়-রে




রুঠি রুঠি ছারি রাতে
মর্মাহত/ বিপর্যস্ত সকল রাত

ফিকে ফিকে ছারে দিন
ফিকে যাওয়া/ রঙহীন সকল দিন

বিরানি ছি বিরানি হে
শুন্যময়, শুন্যতা
(বিরান ভূমি = খোলা মাঠ)


তানহায়ি ছি তানহায়ি হে
একাকি, একাকিত্ব...(সর্বত্র)


অর ইক হাম হে পেয়ার কে বিন হার পাল ছিন
আর এক আমি, প্রতি মুহুর্তই প্রেমহীন




ছান ছে জো টুটে কোয়ি ছপ্না
এক মুহুর্তে/ হঠাত করেই যখন স্বপ্ন ভেঙ্গে যায়

জাগ ছুনা ছুনা লাগে
এ জগত শুন্য শুন্য লাগে

জাগ ছুনা ছুনা লাগে
এ জগত শুন্য শুন্য লাগে


কোয়ি রাহে না জাব আপনা
আপন কেউ যখন আর থাকেনা


জাগ ছুনা ছুনা লাগে
এ জগত শুন্য শুন্য লাগে


জাগ ছুনা ছুনা লাগেরে
জগত শুন্য শুন্য লাগেরে




পাতথারো কি ইছ নাগরি মে
পাথরের এই নগরীতে

পাতথার চ্যাহেরে, পাতথার দিল
পাথরের চেহারা, পাথরের হৃদয়

ফিরতা হে মারা মারা কিয়্যু রাহো মে তু আওয়ারা ?
নিঃস্বের মতো পথে পথে তুই একা একা কেনো ঘুরিস-ফিরিস ?


ইয়াহা না হোগা কুছ হাছিল মেরে দিল
ও আমার দিল- এখানে না হবে কিছু পাওয়া


ছান ছে জো টুটে কোয়ি ছপ্না
এক মুহুর্তে/ হঠাত করেই যখন স্বপ্ন ভেঙ্গে যায়


জাগ ছুনা ছুনা লাগে
এ জগত শুন্য শুন্য লাগে


জাগ ছুনা ছুনা লাগে
এ জগত শুন্য শুন্য লাগে


কোয়ি রাহে না জাব আপনা
আপন কেউ যখন আর থাকেনা


জাগ ছুনা ছুনা লাগে
এ জগত শুন্য শুন্য লাগে


জাগ ছুনা ছুনা হে তো
এ জগত শুন্য শুন্য


ইয়ে কিউ হোতা হে ?
এমন কেনো হয় ?


জাব ইয়ে দিল রোতা হে
যখন এ হৃদয় কাঁদে


রোয়ে ছিছাক ছিছাক কে হাওয়ায়ে ?
(মনে হয় যেনো) হাওয়াও কান্না করছে সাথে সাথে?


জাগ ছুনা লাগে
জগত শুন্য লাগে




ছান ছে জো টুটে কোয়ি ছপ্না
এক মুহুর্তে/ হঠাত করেই যখন স্বপ্ন ভেঙ্গে যায়


জাগ ছুনা ছুনা লাগে
এ জগত শুন্য শুন্য লাগে


জাগ ছুনা ছুনা লাগে
এ জগত শুন্য শুন্য লাগে


কোয়ি রাহে না জাব আপনা
আপন কেউ যখন আর থাকেনা


জাগ ছুনা ছুনা লাগে
এ জগত শুন্য শুন্য লাগে


জাগ ছুনা ছুনা লাগেরে
জগত শুন্য শুন্য লাগেরে


ছুনা লাগেরে মোরে
খালি খালি লাগে আমার কাছে



.................................................................
গানঃ জাগ ছুনা ছুনা লাগে
মুভিঃ ওম শান্তি ওম
তারকাঃ শাহ্রুখ খান, দীপিকা পাডুকোন
মিউজিক ডিরেক্টরঃ ভিশাল-শেখর
গীতিকারঃ জাভেদ আখতার
ল্যাবেলঃ টি-সিরিজ
শিল্পীঃ রিচা শর্মা, রাহাত ফতেহ আলী খান
প্রকাশকালঃ ২০০৭
..................................................................


Main Agar Kahoon- ম্যায় আগার কাহু

তুমকো পায়া হে তো জ্যায়ছে খোয়া হু,
তোমাকে পেয়ে আমি যেনো নিজেকে হারিয়ে ফেলেছি,

ক্যাহেনা চাহু ভি তো তুমছে কেয়া কাহু,
বলতে যদিওবা চাই, (কিন্তু) কি বলবো ?

কিছি জবা(নে) মে ভি, ও লাফজ হি নেহি,









Aankhon Mein Teri Ajab Si-আখোমে তেরি আজাবছি 


আয়ি অ্যাছি রাত হে জো বহোত খুশ-নাছিব হে,
এসেছে এমন এক রাত, যেটা অনেক সৌভাগ্যের,


চাহে জিছে দূর-ছে দুনিয়া, ও মেরে কারিব হে,
চায় যাকে পুরো দুনিয়া, ও আমার নিকটে আছে,


কিতনা কুছ ক্যাহেনা হে ফির ভি হে দিল মে ছাওয়াল কাহি,










Tere Liye Ham He Jiye - তেরে লিয়ে হাম হে জিয়ে

তেরে লিয়ে, হাম হে জিয়ে, হোটো কো ছিয়ে ।
তোমার জন্য, আমি বেঁচে আছি, ঠোট সেলাই করে ।








(জানাম দেখলো মিট গায়ি দুরিয়া লিরিক্স)

(((জানাম, দেখ-লো, মিট গায়ি দুরিয়া,
জান, দেখো, দূর হয়ে গেছে- দুরত্ব,

ম্যায় অ্যাহা হু অ্যাহা হু অ্যাহা হু অ্যাহা (৩)))
আমি এখানে আছি, এখানে আছি, এখানেই আছি- এখানে ।







Do Pal Ruka- দো পাল রুকা

দো পাল রুকা, খাবো-কা কারবা,
দু-পলক থেমেছিল, স্বপ্নের ক্যারাভান (এক ধরনের গাড়ি),


অর ফের চাল দিয়ে, তুম কাহা, হাম কাহা...!
এবং তারপর হেটে ফিরে চলেছি, তুমি কোথায়, (আর) আমিই বা কোথায়...!








Main Hoo Na- ম্যায় হু না


কিসকা হ্যায় এ তুমকো ইনতেজার ? ম্যায় হু-না ?
কার অপেক্ষায় তুমি আছো ? আমি আছি নাহ ?

দেখলো ইধার-তো, এক বার, ম্যায় হু-না ?
দেখো এখানে, একবার, আমি আছি নাহ ?

খামোস কিউ-হো, জো-ভি ক্যাহনা হ্যায় কাহো








Janam Janam Sath Chalna Yuhi- জনম জনম জনম সাথ চালনা ইউহি 


জানোম জানোম জানোম ছাথ চালনা ইউহি,
জনমে জনমে জনমে, সাথে চলনা এভাবেই,

কাছোম তুমহে কাছোম আকে মিলনা এহি,
কছম, তুই কছম দে, এখানেই এসে মিলবি/ দেখা করবি,

এক জা(ন) হে ভালে দো বাদান হো জুদা,








Kal Ho Naa Ho- কাল হো না হো লিরিক বাংলা 


হার ঘাড়ি বাদাল রাহি হে রুপ জিন্দেগী,
প্রত্যেক মুহুর্তে বদলাচ্ছে জীবনের রুপ,

ছাও হে কাভি, কাভি হে ধুপ জিন্দেগী,
কখনও ছায়া, কখনও আলো - এ জীবনে,

হার পাল ইয়্যাহা জি ভার জিয়ো,








Suraj Hua Maddham- ছুরাজ হুয়া মাদ্ধাম


ছুরাজ হুয়া মাদ্ধাম, চান্দ জ্বালনে লাগা,
সূর্যের আলো ম্লান হয়ে যাচ্ছে, চাঁদ জ্বলতে শুরু করেছে,


আছমা(ন) ইয়ে হায়, কিউ পিঘালনে লাগা...?









Tujh Mein Rab Dikhta Hai Bangla Lyrics- তুজ মে রাব দেখতাহে লিরিক্স বাংলা

তু-হি-তো জান্নাত মেরি, তু-হি মেরা জুনুন
তুমি আমার জান্নাত, তুমিই আমার আবেগ/আকাঙ্খা

তু-হি-তো মান্নাত মেরি, তু-হি রুহ-কা ছুকুন
তুমি আমার চাওয়া, তুমিই আত্বার/রুহের শান্তি

তু-হি আখিও-কি থানডাক, তু-হি দিল-কি হে দাস্তাক









Kabhi Alvida Naa Kehna Bangla Lyrics & Translation - কাভি আলবিদা না ক্যাহেনা গানের বাংলা লিরিক্স ও অর্থ


তুমকো-ভি হে খবর
তুমিও জানো/ তোমারও জানা আছে

মুঝকো-ভি হে পাতা
আমিও জানি / আমারও জানা আছে

হো রাহা হে জুদা, দোনো-কা রাস্তা

Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)