Kaise Mujhe Tum Mil Gayi Bangla Lyrics and Translation- ক্যাছে মুঝে তুম মিলগায়ি গানের বাংলা লিরিক্স ও অর্থ


Kaise Mujhe Tum Mil Gayi Bangla Lyrics and Translation- ক্যাছে মুঝে তুম মিলগায়ি গানের বাংলা লিরিক্স ও অর্থ

হো...ও...ও...ও... হো...ও...ও...ও... হো...ও...ও...ও...

ক্যাছে মুঝে তুম মিল গায়ি
কিভাবে আমি তোমায় পেলাম ?

কিছমাত-পে আয়ে না ইয়াকিন
ভাগ্যটাকেই যেনো আমি বিশ্বাস করতে পারছি না
(আমি কি এতটাই সৌভাগ্যবান- যে তোমাকে পেলাম)

উতার আয়ি ঝিল-মে, জ্যাছে চান্দ উতারতা
হে কাভি- হলে হলে, ধীরে-ছে
নেমে এসেছে এই ঝিলে/ হৃদে/ লেকে/ সরোবরে,
যেভাবে- চাঁদ ওঠে কখনো কখনো আস্তে আস্তে- ধীরে ধীরে

গুন-গুনি ধুপ-কি তারহা-ছে তারানুম-মে তুম
গুনগুনানি সূর্য্যের রশ্নির মতো করে সুরে-সুরে

ছু-কে মুঝে গুজরি হো ইউ, দেখু তুমহে, ইয়া মে ছুনূ
আমায় ছুয়ে দিয়ে চলে গিয়েছো- তোমায় তাকিয়ে-তাকিয়ে দেখবো নাকি শুনবো

তুম হো ছুকুন, তুম হো জুনুন, কিউ প্যাহলে না আয়ি তুম ?
তুমি আমার শান্তি, তুমিই আকাঙ্খা, কেনো আগেই তুমি এলেনা ?


ক্যাছে মুঝে তুম মিল গায়ি
কিভাবে আমি তোমায় পেলাম ?

কিছমাত-পে আয়ে না ইয়াকিন
ভাগ্যটাকেই যেনো আমি বিশ্বাস করতে পারছি না
(আমি কি এতটাই সৌভাগ্যবান- যে তোমাকে পেলাম)


... ... ... ...
মে তো এ ছোচতা-থা কে আজকাল উপারওয়ালে কো ফুরছাত নেহি
আমি তো এটা ভাবছিলাম যে, উপরওয়ালার সময়ই নেই (আমায় নিয়ে ভাবার মতো)

ফিরভি তুমহে বানাকে ও,মেরি নাজার-মে ছাড় গায়া
তারপরেও তোমায় সৃষ্টি করে, তিনি তোমাকে আমার চোখের সামনে রেখে গিয়েছেন

রুত-পে মে ও অর বাড় গায়া
তার (সৃষ্টিকর্তার) মর্যাদা আরও বেড়ে গেলো (আমার কাছে)




... ... ...আ...আ...আ...আ...আ...আ...আ...আ...আ...

বাদলে রাস্তে ঝাড়নে অর নদী
বদলে গিয়েছে- রাস্তা, ঝরনা, আর নদী

বাদলি দীপ-কি টিম-টিম
বদলেছে- দীপের/মোমবাতির টিমটিম করে জ্বলা আলো

ছেড়ে জিন্দেগী ধুন কোয়ি নায়ি
জীবন এক নতুন সুর নিয়ে এসেছে

বাদলি বারখা-কি রিমঝিম
বদলে গিয়েছে বৃষ্টির রিমঝিম শব্দ

বাদলেঙ্গি ঋতুয়ে আদা পার মে রাহুঙ্গি ছাদা
বদলাবে ঋতু, ঋতুর স্বভাব- কিন্তু আমি চিরকাল এমনই থাকবো

উছি তারহা তেরি বাহো-মে বাহে ডাল-কে হার লামহা হার-পাল
এরই মতো- তোমার হাতে- হাত রেখে- প্রত্যেক সময়ে- প্রতি মুহুর্তে

আ...আ...আ...আ...আ...আ...আ...আ...আ...



... ... ...জিন্দেগী- ছিতার হো গায়ি
জীবন- সিতারা (বাদ্যযন্ত্র) এর মতো হয়ে গিয়েছে

রিমঝিম মালহার হো গায়ি
বৃষ্টির রিমঝিম মালহার সুর হয়ে গিয়েছে
(সুর-সঙ্গীতে -'মালহার' বলতে একধরনের 'রাগ' কে বুঝায়।
বলা হয়ে থাকে- বিশেষ-বিশেষ কিছু ব্যক্তি এই 'রাগ' চর্চা করলে
নাকি বৃষ্টি নামতো রিমঝিম করে)

মুঝে আতা নেহি কিছমাত পে আপনি ইয়াকিন
আমার নিজের ভাগ্যটাকেই আমার এখন বিশ্বাস হচ্ছে না

ক্যাছে মুঝকো মিলি তুম
কিভাবে তোমার সাথে আমার দেখা হলো
.......................................................................
গানঃ ক্যাছে মুঝে
সিনেমাঃ গজনী
মিউজিক ডিরেক্টরঃ এ আর রহমান
অভিনয়েঃ আমির খান ও অসীন (নায়িকা)
শিল্পীঃ শ্রেয়া ঘোষাল ও বেনি দয়াল
.......................................................................





 

Behka Main Mehka Bangla Lyrics and Translation- বেহকা মে বেহকা গানের বাংলা লিরিক্স ও অর্থ

বেহকা মে বেহকা, ও বেহকি হাওয়া-ছি আয়ি
মাতাল-আমি-মাতাল (তার প্রেমে), ও মাতাল হাওয়ার মতো করে এসেছে

এক-হি নাজার-মে ছাব- মানজিল-ওয়ানজিল পায়ি
এক নজরেই আমি আমার ঠিকানা-মিকানা পেয়ে গিয়েছি

হাটকে আলাগ-ছি থি, বিলকুল জুদা-ছি
সবার থেকে ভিন্ন, একদমই আলাদা সে










তু মেরি আধুরি পেয়াছ পেয়াছ গানের বাংলা লিরিক্স ও অর্থ



তু মেরি আধুরি পেয়াছ পেয়াছ
তুমি আমার অপুর্ন/অতৃপ্ত তৃষ্ণা

তু আ-গায়ি মান-কো রাছ রাছ আব তো
তুমি আমার মনে ধরেছো/ তুমিই এখন আমার সবচেয়ে প্রিয়

Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)