Behka Main Mehka Bangla Lyrics and Translation- বেহকা মে বেহকা গানের বাংলা লিরিক্স ও অর্থ


Behka Main Mehka Bangla Lyrics and Translation- বেহকা মে বেহকা গানের বাংলা লিরিক্স ও অর্থ

বেহকা মে বেহকা, ও বেহকি হাওয়া-ছি আয়ি
মাতাল-আমি-মাতাল (তার প্রেমে), ও মাতাল হাওয়ার মতো করে এসেছে

এক-হি নাজার-মে ছাব- মানজিল-ওয়ানজিল পায়ি
এক নজরেই আমি আমার ঠিকানা-মিকানা পেয়ে গিয়েছি

হাটকে আলাগ-ছি থি, বিলকুল জুদা-ছি
সবার থেকে ভিন্ন, একদমই আলাদা সে

না-হি আদায়ে, না কোয়ি আঙরায়ি
কোনো ভাবসাব নাই, কোনো অহংকার নাই (তার মধ্যে)

বেহকা বেহকা, মে বেহকা বেহকা
মাতাল, বেহুশ আমি নেশাগ্রস্থ, মাতাল

মেহকা মেহকা, এ মান হে মেহকা
ঘ্রাণ, সুঘ্রান, এ মন হয়েছে সুবাসিত

বেহকা মে বেহকা, ও বেহকি হাওয়া-ছি আয়ি
মাতাল-আমি-মাতাল (তার প্রেমে), ও মাতাল হাওয়ার মতো করে এসেছে

এক-হি নাজার-মে ছাব- মানজিল-ওয়ানজিল পায়ি
এক নজরেই আমি আমার ঠিকানা-মিকানা পেয়ে গিয়েছি

... ... ....
ধারকান ধাক-ধাক-ধাক-ধাক-ধাক হুয়ি
বুক/হৃদয় ধক-ধক-ধক-ধক-ধক- করছে

দিল থা-থা-থা-থা-থা-থা-থায়ি
আত্বা (কাঁপছে) থা-থা-থা-থা-থা- করে

চাল ডাগমাগ মাগ ডাগমাগ মাগ হুয়ে
পা ডাগমাগ মাগ ডাগমাগ মাগ করছে
(ঠিক মতো মাটিকে পা চলছে না/ পা কাঁপছে)

ঝুমো ঝমক ঝমাঝম
আমি যেনো নাচছি ঝমক ঝমাঝম করে

রাস্তা তাকু-তাকু-তাকু-তাকু- মে
রাস্তার দিকে আমি তা-তা-তা-তা-তাকাচ্ছি

পাল-পাল জাগু- জাগু- জাগু- জাগু- মে
প্রতি মুহুর্তেই আমি যেনো জে-জে-জে-জেগে আছি

বারবার বাদাল করোয়াট উছকো ছোচু মে
বারবার (বিছানায়) মোচড়া-মোচড়ি/ এদিক-ওদিক করে তাকেই ভাবছি

বেহকা বেহকা, মে বেহকা বেহকা
মাতাল, বেহুশ আমি নেশাগ্রস্থ, মাতাল

মেহকা মেহকা, এ মান হে মেহকা
ঘ্রাণ, সুঘ্রান, এ মন হয়েছে সুবাসিত

... ... ....
গুজরে জাহা-ছে ও রনাক উড়ায়ে
যেখান দিয়ে ও যায়, সৌন্দর্য ছড়িয়ে/উড়িয়ে দিয়ে যায়

ছলকে নদী-ছি ও মুঝকো বিগোতি জায়ে
স্রোতস্বিনী নদীর মতো করে ও আমাকে ভিজিয়ে দিয়ে যায়

ও গুন-গুনায়ে নাগিনী লুটায়ে
ও গুন-গুনায় স্বর্নের মতো কোমলভাবে গলা খুলে

খাট্টা-ছা বাচপান মিঠি শারারাত
টক-মিষ্টি (ভালো-মন্দ) শিশুকাল আর ছেলেবেলার দুষ্টুমি

থোরা রেশাম হে, থোরি নাজাকাত
কিছুটা রেশমী সে, কিছুটা মিষ্টি

কাভি শর্মায়ে, কাভি লেহরায়ে
কখনও লজ্জ্বাল লাল, কখনও স্রোতের মতো ধাবমান

উছমে ছাহিল হে, অর জানে কিতনি গেহরায়ি
ওর ভেতরে এক সমুদ্র, না জানি সেটা কতটা গভীর

বেহকা মে বেহকা, ও বেহকি হাওয়া-ছি আয়ি
মাতাল-আমি-মাতাল (তার প্রেমে), ও মাতাল হাওয়ার মতো করে এসেছে

এক-হি নাজার-মে ছাব- মানজিল-ওয়ানজিল পায়ি
এক নজরেই আমি আমার ঠিকানা-মিকানা পেয়ে গিয়েছি

হাটকে আলাগ-ছি থি, বিলকুল জুদা-ছি
সবার থেকে ভিন্ন, একদমই আলাদা সে

না-হি আদায়ে, না কোয়ি আঙরায়ি
কোনো ভাবসাব নাই, কোনো অহংকার নাই (তার মধ্যে)

... ... ....
বেহকা বেহকা, মে বেহকা বেহকা
মাতাল, বেহুশ আমি নেশাগ্রস্থ, মাতাল

মেহকা মেহকা, এ মান হে মেহকা
ঘ্রাণ, সুঘ্রান, এ মন হয়েছে সুবাসিত


উছকি বোলি জ্যাছে ফুলো-কি তোলি
ওর কথাবার্তা গুলো ফুলের এক মিছিলের মতো
(তার কথা শুনলে মনে হয় ফুলের সুবাসিত
এক মিছিল যেনো সামনে দিয়ে যাচ্ছে)

উছকা চালনা ঋতুয়ে বাদালনা
ওর চলাফেরা দেখলে মনে হয় যেনো ঋতু বদলাচ্ছে

জুঠ-ভি উছকে ছাচ্চে লাগে, আচ্ছে লাগে, ছাচ-ছে ভি বাড়ে লাগে ...এ...
ওর মিথ্যা গুলোও সত্য মনে হয়, ভালোও লাগে শুনতে,
(মনে হয় সে মিথ্যে গুলো) সত্যের চেয়েও বেশী সত্য/গুরুত্বপুর্ন

রাহো-মে উছকি হাথ বান্ধে, পালকে বিছায়ে হুয়ে ছার-কো ঝুকায়ে হুয়ে
ওর চলার পথে, হাতে হাত একত্রে রেখে, নজর সামনে রেখে, মাথা ঝুকিয়ে

খুশবু-ছে ছায়ে হুয়ে টাকটাকি লাগায়ে হুয়ে
সুঘ্রান ছড়িয়ে দিয়ে, তীক্ষ্ণ/কড়া দৃষ্টি রেখে

ছাথ-ছাথ জানে কিতনে ছারে মছাম খাড়ে রাহে
সাথে সাথে চলার জন্য, না জানি কত মৌসুম/ঋতু দাড়িয়ে আছে

বেহকা মে বেহকা, ও বেহকি হাওয়া-ছি আয়ি
মাতাল-আমি-মাতাল (তার প্রেমে), ও মাতাল হাওয়ার মতো করে এসেছে

এক-হি নাজার-মে ছাব- মানজিল-ওয়ানজিল পায়ি
এক নজরেই আমি আমার ঠিকানা-মিকানা পেয়ে গিয়েছি

বেহকা মে বেহকা, ও বেহকি হাওয়া-ছি আয়ি
মাতাল-আমি-মাতাল (তার প্রেমে), ও মাতাল হাওয়ার মতো করে এসেছে

এক-হি নাজার-মে ছাব- মানজিল-ওয়ানজিল পায়ি
এক নজরেই আমি আমার ঠিকানা-মিকানা পেয়ে গিয়েছি

হাটকে আলাগ-ছি থি, বিলকুল জুদা-ছি
সবার থেকে ভিন্ন, একদমই আলাদা সে

না-হি আদায়ে, না কোয়ি আঙরায়ি
কোনো ভাবসাব নাই, কোনো অহংকার নাই (তার মধ্যে)

(((বেহকা মে, ও, বেহকা বেহকা মে
মাতাল আমি, ও... মাতাল মাতাল আমি

বেহকা মে, ও, বেহকা বেহকা বেহকা মে(৩)))
মাতাল আমি, ও... মাতাল মাতাল আমি


............................................................................
গানঃ বেহকা মে বেহকা
সিনেমাঃ গজনী
গীতিকারঃ প্রসুন জোশি
শিল্পীঃ কার্তিক
অভিনয়েঃ আমির খান, অসিন, জিয়া খান, প্রদীপ রাম সিং রাওয়াত, সুনীল গ্রোভার
............................................................................






 

Kaise Mujhe Tum Mil Gayi Bangla Lyrics and Translation- ক্যাছে মুঝে তুম মিলগায়ি গানের বাংলা লিরিক্স ও অর্থ


ক্যাছে মুঝে তুম মিল গায়ি
কিভাবে আমি তোমায় পেলাম ?

কিছমাত-পে আয়ে না ইয়াকিন
ভাগ্যটাকেই যেনো আমি বিশ্বাস করতে পারছি না
(আমি কি এতটাই সৌভাগ্যবান- যে তোমাকে পেলাম)










তু মেরি আধুরি পেয়াছ পেয়াছ গানের বাংলা লিরিক্স ও অর্থ



তু মেরি আধুরি পেয়াছ পেয়াছ
তুমি আমার অপুর্ন/অতৃপ্ত তৃষ্ণা

তু আ-গায়ি মান-কো রাছ রাছ আব তো
তুমি আমার মনে ধরেছো/ তুমিই এখন আমার সবচেয়ে প্রিয়

Post a Comment

0 Comments