(বি-দ্রঃ এই গানের কথাগুলো, কারো কারো ধর্মীয় অনুভুতিতে আঘাত করতে পারে। তবে, যারা শিখ ধর্মের অনুসারী তাদের ক্ষেত্রে কথাগুলো স্বাভাবিকও হতে পারে।)
Tujh Mein Rab Dikhta Hai Bangla Lyrics- তুজ মে রাব দেখতাহে লিরিক্স বাংলা
তু-হি-তো জান্নাত মেরি, তু-হি মেরা জুনুন
তুমি আমার জান্নাত, তুমিই আমার আবেগ/আকাঙ্খা
তু-হি-তো মান্নাত মেরি, তু-হি রুহ-কা ছুকুন
তুমি আমার চাওয়া, তুমিই আত্বার/রুহের শান্তি
তু-হি আখিও-কি থানডাক, তু-হি দিল-কি হে দাস্তাক
তুমি চোখের জন্য শীতল/ঠান্ডা (হাওয়া), তুমিই হৃদয়ের/দিলের স্পন্দন
অর কুছ না জানু মে, বাছ ইতনা হি জানু
আর কিছু জানিনা আমি, শুধু এটুকু জানি
তুঝ মে রাব দিখতা হে, ইয়ারা মে কেয়া কারু
তোমার মধ্যে আমি রবকে দেখি, প্রিয়া- আমি এখন কি করবো?
তুঝ মে রাব দিখতা হে, ইয়ারা মে কেয়া কারু
তোমার মধ্যে আমি রবকে দেখি, প্রিয়া- আমি এখন কি করবো?
ছাজদে ছাড় ঝুকতা হে, ইয়ারা মে কেয়া কারু
সিজদায় মাথা নত হয়ে যায়, প্রিয়া- আমি এখন কি করবো?
তুঝ মে রাব দিখতা হে, ইয়ারা মে কেয়া কারু
তোমার মধ্যে আমি রবকে দেখি, প্রিয়া- আমি এখন কি করবো?
... ... ...
ক্যাছি হে এ দুরি, ক্যাছি মাজবুরি
এটা কেমন দুরত্ব? কেমন এই অসহায়ত্ব?
ম্যায়নে নাজরো-ছে তুঝে ছু-লিয়া
আমি নজর দিয়ে তোমাকে ছুয়ে দিয়েছি
ও...হো...হো...
কাভি তেরি খুশবু, কাভি তেরি বাতে
কখনও তোমার সুঘ্রাণ, কখনও তোমার কথাবার্তা
বিন মাঙ্গে এ জাহা(ন) পা-লিয়া
না চেয়েই, এ দুনিয়া আমি পেয়ে গিয়েছি
তু-হি দিল-কি হে রনাক, তু-হি জান্মো-কি দওলাত
তুমি হৃদয়ের/দিলের আলো, তুমিই জনম-জনমের সম্পদ
অর কুছ না জানু, বাছ ইতনা হি জানু
আর কিছু জানিনা আমি, শুধু এটুকু জানি
তুঝ মে রাব দিখতা হে, ইয়ারা মে কেয়া কারু
তোমার মধ্যে আমি রবকে দেখি, প্রিয়া- আমি এখন কি করবো?
তুঝ মে রাব দিখতা হে, ইয়ারা মে কেয়া কারু
তোমার মধ্যে আমি রবকে দেখি, প্রিয়া- আমি এখন কি করবো?
ছাজদে ছাড় ঝুকতা হে, ইয়ারা মে কেয়া কারু
সিজদায় মাথা নত হয়ে যায়, প্রিয়া- আমি এখন কি করবো?
তুঝ মে রাব দিখতা হে, ইয়ারা মে কেয়া কারু
তোমার মধ্যে আমি রবকে দেখি, প্রিয়া- আমি এখন কি করবো?
... ... ... ...
ভাছদি, ভাছদি, ভাছদি
(সে) বাস করে, বাস করে, বাস করে,
দিল-দে দিল ভিছ ভাছদি
সে আমার হৃদয়ে বাস করে।
হাছদি, হাছদি, হাছদি
(সে) হাসে, হাসে, হাসে
দিল রোভে তে হাছদি
সে প্রাণ খুলে হাসে।
রাব-নে বানা-দি জুড়ি...হায়...এ...
রব এই জুড়ি তৈরি করে দিয়েছে
ভাছদি, ভাছদি, ভাছদি
(সে) বাস করে, বাস করে, বাস করে,
দিল-দে দিল ভিছ ভাছদি
সে আমার হৃদয়ে বাস করে।
হাছদি, হাছদি, হাছদি
(সে) হাসে, হাসে, হাসে
দিল রোভে তে হাছদি
সে প্রাণ খুলে হাসে।
... ... ...
ছম-ছম আয়ে, মুঝে তারছায়ে
ছম-ছম করে যখন আসো (বৃষ্টির মতো করে), আমি তৃষ্ণার্ত হয়ে যাই
তেরা ছায়া ছেড়-কে চুমতা
তোমার ছায়ার (Shadow) পিছু পিছু ঘুরি আর চুমু খাই (তোমার ছায়াকে)
ও হো ও... তু-জো মুছকায়ে, তু-তজো শর্মায়ে
ও হো হো... তুমি যখনই হাসো, তুমি যখনই লজ্জা পাও/ লজ্জায় লাল হও
জ্যাছে মেরা হে খুদা জুমতা
(দেখে মনে হয়) আমার খোদা যেনো আনন্দে নাচছে
তু-হি মেরি হে বারকত, তু-হি মেরি ইবাদত
তুমি আমার বরকত, তুমিই আমার ইবাদত
অর কুছ না জানু, বাছ ইতনা হি জানু
আর কিছু জানিনা আমি, শুধু এটুকু জানি
তুঝ মে রাব দিখতা হে, ইয়ারা মে কেয়া কারু
তোমার মধ্যে আমি রবকে দেখি, প্রিয়া- আমি এখন কি করবো?
তুঝ মে রাব দিখতা হে, ইয়ারা মে কেয়া কারু
তোমার মধ্যে আমি রবকে দেখি, প্রিয়া- আমি এখন কি করবো?
ছাজদে ছাড় ঝুকতা হে, ইয়ারা মে কেয়া কারু
সিজদায় মাথা নত হয়ে যায়, প্রিয়া- আমি এখন কি করবো?
তুঝ মে রাব দিখতা হে, ইয়ারা মে কেয়া কারু
তোমার মধ্যে আমি রবকে দেখি, প্রিয়া- আমি এখন কি করবো?
ভাছদি, ভাছদি, ভাছদি
(সে) বাস করে, বাস করে, বাস করে,
দিল-দে দিল ভিছ ভাছদি
সে আমার হৃদয়ে বাস করে।
হাছদি, হাছদি, হাছদি
(সে) হাসে, হাসে, হাসে
দিল রোভে তে হাছদি
(সে) প্রাণ খুলে হাসে।
রাব-নে বানা-দি জুড়ি...হায়...এ...
রব এই জুড়ি তৈরি করে দিয়েছে
.....................................................................
সিনেমাঃ রাবনে বানাদি জোড়ি
শিল্পীঃ রুপ কুমার রাঠোড়
অভিনয়েঃ শাহরুখ খান ও আনুশকা শর্মা
.....................................................................
Tere Liye Ham He Jiye - তেরে লিয়ে হাম হে জিয়ে
তেরে লিয়ে, হাম হে জিয়ে, হোটো কো ছিয়ে ।
তোমার জন্য, আমি বেঁচে আছি, ঠোট সেলাই করে ।
তোমার জন্য, আমি বেঁচে আছি, ঠোট সেলাই করে ।
(জানাম দেখলো মিট গায়ি দুরিয়া লিরিক্স)
(((জানাম, দেখ-লো, মিট গায়ি দুরিয়া,জান, দেখো, দূর হয়ে গেছে- দুরত্ব,
ম্যায় অ্যাহা হু অ্যাহা হু অ্যাহা হু অ্যাহা (৩)))
আমি এখানে আছি, এখানে আছি, এখানেই আছি- এখানে ।
Do Pal Ruka- দো পাল রুকা
দো পাল রুকা, খাবো-কা কারবা,
দু-পলক থেমেছিল, স্বপ্নের ক্যারাভান (এক ধরনের গাড়ি),
অর ফের চাল দিয়ে, তুম কাহা, হাম কাহা...!
এবং তারপর হেটে ফিরে চলেছি, তুমি কোথায়, (আর) আমিই বা কোথায়...!
দু-পলক থেমেছিল, স্বপ্নের ক্যারাভান (এক ধরনের গাড়ি),
অর ফের চাল দিয়ে, তুম কাহা, হাম কাহা...!
এবং তারপর হেটে ফিরে চলেছি, তুমি কোথায়, (আর) আমিই বা কোথায়...!
Main Hoo Na- ম্যায় হু না
কিসকা হ্যায় এ তুমকো ইনতেজার ? ম্যায় হু-না ?
কার অপেক্ষায় তুমি আছো ? আমি আছি নাহ ?
দেখলো ইধার-তো, এক বার, ম্যায় হু-না ?
দেখো এখানে, একবার, আমি আছি নাহ ?
খামোস কিউ-হো, জো-ভি ক্যাহনা হ্যায় কাহো
কার অপেক্ষায় তুমি আছো ? আমি আছি নাহ ?
দেখলো ইধার-তো, এক বার, ম্যায় হু-না ?
দেখো এখানে, একবার, আমি আছি নাহ ?
খামোস কিউ-হো, জো-ভি ক্যাহনা হ্যায় কাহো
Aankhon Mein Teri Ajab Si-আখোমে তেরি আজাবছি
আয়ি অ্যাছি রাত হে জো বহোত খুশ-নাছিব হে,
এসেছে এমন এক রাত, যেটা অনেক সৌভাগ্যের,
চাহে জিছে দূর-ছে দুনিয়া, ও মেরে কারিব হে,
চায় যাকে পুরো দুনিয়া, ও আমার নিকটে আছে,
কিতনা কুছ ক্যাহেনা হে ফির ভি হে দিল মে ছাওয়াল কাহি,
Jag Soona Soona Laage- জাগ ছুনা ছুনা লাগে
ছান ছে জো টুটে কোয়ি ছপ্না
এক মুহুর্তে/ হঠাত করেই যখন স্বপ্ন ভেঙ্গে যায়
জাগ ছুনা ছুনা লাগে
এ জগত শুন্য শুন্য লাগে
জাগ ছুনা ছুনা
Main Agar Kahoon- ম্যায় আগার কাহু
তুমকো পায়া হে তো জ্যায়ছে খোয়া হু,তোমাকে পেয়ে আমি যেনো নিজেকে হারিয়ে ফেলেছি,
ক্যাহেনা চাহু ভি তো তুমছে কেয়া কাহু,
বলতে যদিওবা চাই, (কিন্তু) কি বলবো ?
কিছি জবা(নে) মে ভি, ও লাফজ হি নেহি,
Janam Janam Sath Chalna Yuhi- জনম জনম জনম সাথ চালনা ইউহি
জানোম জানোম জানোম ছাথ চালনা ইউহি,
জনমে জনমে জনমে, সাথে চলনা এভাবেই,
কাছোম তুমহে কাছোম আকে মিলনা এহি,
কছম, তুই কছম দে, এখানেই এসে মিলবি/ দেখা করবি,
এক জা(ন) হে ভালে দো বাদান হো জুদা,
Kal Ho Naa Ho- কাল হো না হো লিরিক বাংলা
হার ঘাড়ি বাদাল রাহি হে রুপ জিন্দেগী,
প্রত্যেক মুহুর্তে বদলাচ্ছে জীবনের রুপ,
ছাও হে কাভি, কাভি হে ধুপ জিন্দেগী,
কখনও ছায়া, কখনও আলো - এ জীবনে,
হার পাল ইয়্যাহা জি ভার জিয়ো,
Suraj Hua Maddham- ছুরাজ হুয়া মাদ্ধাম
ছুরাজ হুয়া মাদ্ধাম, চান্দ জ্বালনে লাগা,
সূর্যের আলো ম্লান হয়ে যাচ্ছে, চাঁদ জ্বলতে শুরু করেছে,
আছমা(ন) ইয়ে হায়, কিউ পিঘালনে লাগা...?
সূর্যের আলো ম্লান হয়ে যাচ্ছে, চাঁদ জ্বলতে শুরু করেছে,
আছমা(ন) ইয়ে হায়, কিউ পিঘালনে লাগা...?
Kabhi Alvida Naa Kehna Bangla Lyrics & Translation - কাভি আলবিদা না ক্যাহেনা গানের বাংলা লিরিক্স ও অর্থ
তুমকো-ভি হে খবর
তুমিও জানো/ তোমারও জানা আছে
মুঝকো-ভি হে পাতা
আমিও জানি / আমারও জানা আছে
হো রাহা হে জুদা, দোনো-কা রাস্তা
3 Comments
Awesome 👍😎
ReplyDeleteWow !! What a romantic word !!!
ReplyDeleteRabies 😡😡
ReplyDelete