পেহলি নাজার-মে ক্যায়সা জাদু কার দিয়া বাংলা অর্থ ও লিরিক্স - Pehli Nazar Mein Kaise Jaado Kar Diya Bangla Translation
পেহলি নাজার-মে ক্যায়সা জাদু কার দিয়াপ্রথম দেখাতেই কেমন জাদু করলে
তেরা বান বেয়ঠা হ্যায় মেরা জিয়া
আমার মন, তোমার হয়ে বসে আছে
জানে কেয়া হোগা, কেয়া হোগা, কেয়া পাতা
কে জানে- কী হবে, কী ঘটবে, তার কোনো খোজখবর নাই
ইস পাল কো মিলকে আ জিলে জারা
এই মুহূর্তকে আসো একসাথে একটু বাঁচি
ম্যায় হুঁ ইয়াহা, তু হ্যায় ইয়াহা
আমি আছি এখানে, তুমিও আছ এখানে
মেরি বাহো-মে আ, আভি জা
আমার বাহুতে (আলিঙ্গনে) চলে আসো, চলে আসো
ও জানে জা(ন), দোনো জাহা(ন)
ও জান, আমার দুই জাহান (ইহকাল-পরকাল)
মেরি বাহো-মে আ, ভুল জা
আমার বুকে/বাহুমধ্যে চলে আসো, আর সব ভুলে যাও
ও জানে জা(ন), দোনো জাহা(ন)
ও জান, আমার দুই জাহান (ইহকাল-পরকাল)
মেরি বাহো-মে আ, ভুল জা
আমার বুকে/বাহুমধ্যে চলে আসো, আর সব ভুলে যাও
Baby, I love you
Oh, I love you
I'll love you
I'll love you so
Baby, I love you
হার দুয়া-মে শামিল তেরা পেয়ার হ্যায়
প্রতিটি প্রার্থনায় তোমার প্রেম জড়ানো আছে
বিন তেরে লামহা-ভি দুশওয়ার হ্যায়
তোমাকে ছাড়া এক মুহূর্তও কঠিন
ধারকানো-কো তুঝসে হি দরকার হ্যায়
আমার হৃদস্পন্দনেও তোমাকেই দরকার
তুঝসে হ্যায় রাহাতে, তুঝসে হ্যায় চাহাতে
তোমার মাঝেই শান্তি, তোমার থেকেই আকাঙ্ক্ষা
তু ঝো মিলে, ইক দিন মুঝে
তোমার সাথে যেদিন আমার সাক্ষাৎ হয়েছিল
ম্যায় কাহি হোগায়া লাপাতা
আমি কোথাও হারিয়ে গিয়েছিলাম
ও জানে জা(ন), দোনো জাহা(ন)
ও জান, আমার দুই জাহান (ইহকাল-পরকাল)
মেরি বাহো-মে আ, ভুল জা
আমার বুকে/বাহুমধ্যে চলে আসো, আর সব ভুলে যাও
------------------
কার দিয়া দিওয়ানা দারদ-এ-খাস নে
এক বিশেষ ব্যথা আমায় পাগল করে দিয়েছে
চ্যান ছিনা ইশ্ক কে এহসাস নে
শান্তি কেড়ে নিয়েছে এই ভালোবাসার অনুভূতি
বেখেয়ালি দি হ্যায় তেরি পেয়াস-নে
তোমার পিপাসা/তৃষ্ণা আমাকে অচেতন/বেখেয়ালী করেছে
ছায়া সুরুর হ্যায়, কুচ তো জরুর হ্যায়
মত্ততা/উচ্ছ্বাস ছেয়ে গেছে, নিশ্চয় কিছু আছে
এ দূরিয়া জিনে না দে
এই দূরত্ব আমাকে বাঁচতে দেয় না
হাল মেরা তুঝে না পতা
আমার অবস্থা তুমি জানো না
ও জানে জা(ন), দোনো জাহা(ন)
ও জান, আমার দুই জাহান (ইহকাল-পরকাল)
মেরি বাহো-মে আ, ভুল জা
আমার বুকে/বাহুমধ্যে চলে আসো, আর সব ভুলে যাও
Baby, I love you
Baby, I love you
Oh, I love you
Baby, I love you
I'll love you
-----------------------
Singer - Atif Aslam
Lyrics Writer - Sameer
Music Director - Pritam
Cast : Saif Ali Khan, Katrina Kaif, Bipasha Basu, Anil Kapoor, Akshaye Khanna & Sameera Reddy
0 Comments