ক্যাসে জিউঙ্গা ক্যাসে বাতাদে মুঝকো বাংলা অর্থ ও লিরিক্স - Musafir Song- Kayse Jiunga Kayse Batade Bangla Translation


Click here to see the English lyrics and translation.

ক্যাসে জিউঙ্গা ক্যাসে বাতাদে মুঝকো বাংলা অর্থ ও লিরিক্স - Musafir Song- Kayse Jiunga Kayse Batade Bangla Translation


হুমম...হুমম...হুমম...

ক্যাসে, জিউঙ্গা ক্যাসে
কীভাবে, কেমন করে বাঁচব

বাতা দে মুঝকো
আমাকে বলে দাও 

তেরে বিনা!
তোমাকে ছাড়া!

ক্যাসে, জিউঙ্গা ক্যাসে
কীভাবে, কেমন করে বাঁচব

বাতা দে মুঝকো
আমাকে বলে দাও 

তেরে বিনা!
তোমাকে ছাড়া!


তেরা মেরা জাহা(ন)
তোমার আর আমার দুনিয়া

লে চালু মে ওয়াহা
আমি (তোমায়) সেখানে নিয়ে যাই

কোই তুঝকো না মুঝসে চুরা লে
যাতে কেউ তোমাকে আমার থেকে চুরি করতে/ছিনিয়ে নিতে না পারে


রাখ-লু আখো-মে ম্যায়
আমি তোমাকে রাখি আমার চোখের ভেতরে

খোলু পালকে না ম্যায়
আমি যেন চোখের পলক না খুলি

কোই তুঝকো না মুঝসে চুরা লে
যাতে কেউ তোমাকে আমার থেকে চুরি করতে না পারে

ম্যায় আন্ধেরো-সে ঘিরা-হুঁ
আমি অন্ধকারে ঘেরা

আ দিখা দে তু মুঝকো সাবেরা মেরা
এসো, তুমি দেখাও আমাকে আমার সকাল/ভোর

ম্যায় ভাটাকতা ইক মুসাফির
আমি এক পথহারা যাত্রী

আ দিলা দে তু মুঝকো বাসেরা মেরা
এসো, তুমি দাও আমাকে আমার আশ্রয়



---------
জাগি জাগি রাতেঁ মেরি
আমার রাতগুলো জেগে জেগে কাটে

রোশন তুঝসে হ্যায় সাবেরা
ভোর হয়ে ওঠে শুধু তোমার জন্য

তু হি মেরে জিনে কি বাজাহ
তুমিই আমার বেঁচে থাকার কারণ


জাব-তাক হে এ ছাছে মেরি
যতদিন এই শ্বাসগুলো আমার ভেতরে আছে

ইনপে হ্যায় সাদা হক তেরা
তোমারই অধিকার এতে সবসময় থাকবে

পুরি হ্যায় তুঝসে মেরি দুআ
আমার সব চাওয়া/প্রার্থনা তোমাকে দিয়েই পূর্ণ হয়


তেরা মেরা জাহা(ন)
তোমার আর আমার দুনিয়া

লে চালু মে ওয়াহা
আমি (তোমায়) সেখানে নিয়ে যাই

কোই তুঝকো না মুঝসে চুরা লে
যাতে কেউ তোমাকে আমার থেকে চুরি করতে/ছিনিয়ে নিতে না পারে


রাখ-লু আখো-মে ম্যায়
আমি তোমাকে রাখি আমার চোখের ভেতরে

খোলু পালকে না ম্যায়
আমি যেন চোখের পলক না খুলি

কোই তুঝকো না মুঝসে চুরা লে
যাতে কেউ তোমাকে আমার থেকে চুরি করতে না পারে

ম্যায় আন্ধেরো-সে ঘিরা-হুঁ
আমি অন্ধকারে ঘেরা

আ দিখা দে তু মুঝকো সাবেরা মেরা
এসো, তুমি দেখাও আমাকে আমার সকাল/ভোর

ম্যায় ভাটাকতা ইক মুসাফির
আমি এক পথহারা যাত্রী

আ দিলা দে তু মুঝকো বাসেরা মেরা
এসো, তুমি দাও আমাকে আমার আশ্রয়

-------
Song - MUSAFIR
Singers- Atif Aslam
Music Composer - Palash Muchhal
Lyricist- Palak Muchhal
Music Label - T-Series

Post a Comment

0 Comments