হামমে তুমমে জো থা বাংলা অর্থ ও লিরিক্স - Hummein Tummein Jo Tha Bangla Translation


হামমে তুমমে জো থা বাংলা অর্থ ও লিরিক্স - Hummein Tummein Jo Tha Bangla Translation

হাম-মে তুম-মে জো থা
আমার-তোমার মধ্যে যা ছিলো

ও খতম হো গায়া
তা শেষ হয়ে গেছে

মোড় পে আখিরি মে রেহ গায়া
পথের বাকে/মোড়ে শুধু আমি একা রয়ে গিয়েছি


ম্যায়নে কোশিশ বহুৎ
আমি অনেক চেষ্টা করেছিলাম

কি বাচা-লু মাগার
রক্ষা করতে, কিন্তু

পেহলে দিল, বাদ-মে
প্রথমে হৃদয়, পরে

ঘর জ্বাল গায়া
ঘরটা জ্বলে গেছে


সীনে মে দি জাগা
বুকে যে জায়গা দিয়েছিলাম

ম্যায়নে জিস রাজ কো
আমি যে রহস্যকে

আঁখো-সে ও মেরি বেহ গায়া
তা আমার চোখ দিয়ে বয়ে গিয়েছে



------------------ 
মেরে লিয়ে, তু ওহি হে, বদলা কুছ নেহি
আমার জন্য তুমি সেই তুমিই আছো, বদলায়নি কিছুই

খেল হ্যায় এ ওয়াক্ত-কা সব, বিগড়া কুছ নেহি
এসবই সময়ের খেলা,  ধ্বংস হয়ে যায়নি কিছুই 

হে কসম তু আকে লে চল
ঈশ্বরের কসম — তুমি এসে আমাকে নিয়ে যাও

মুঝে ফির ওহি
আমাকেও ফের সেখানে

এ মাসীহা মেরে
ও আমার উদ্ধারকর্তা
(মাসীহাঃ Jesus Christ / যিশু খ্রিস্ট/ ঈসা (আঃ) কে মাসীহা বা উদ্ধারকর্তা বলা হয়)

আ জখম ভার ভি দে
এসো, আমার জখম সাড়িয়ে দাও

দারদে-মে ডুবি হুঁ গেহরিয়া
আমি যন্ত্রণায় ডুবে আছি, অনেক গভীরে


-------------------------------------
Movie Name : Raaz – Reboot
Written & Directed by : Vikram Bhatt
Associate Producers : Ajay Kapoor & Sakshi Bhatt
Executive Producer : Kumkum Saigal
Star Cast : Emraan Hashmi, Kriti Kharbanda, Gaurav Arora

Song Credits

Song : Hummein Tummein Jo Tha
Singers : Palak Muchhal, Papon
Music Director : Jeet Gannguli
Lyrics : Rashmi Virag
Music Label : T-Series

Post a Comment

0 Comments