জিনে লাগা হু গানের বাংলা লিরিক্স ও অর্থ- Jeene Laga Hoon Song Bangla Translation


জিনে লাগা হু গানের বাংলা লিরিক্স ও অর্থ- Jeene Laga Hoon Song Bangla Translation


ম্যায়, মেরা দিল, আর তুম হো ইয়াহা
আমি, আমার হৃদয়, আর তুমি এখানে

ফির কিউ হো পালকে ঝুকায়ে ওহা
তবে কেন তুমি চোখ নামিয়ে রেখেছো ওদিকে

তুম-ছা হাছি(ন) প্যাহলে দেখা নাহি
তোমার মতো সুন্দর কাউকে আগে দেখিনি

তুম ইছে প্যাহলে থে জানে কাহা
তুমি এর আগে কোথায় ছিলে, কে জানে !



জিনে লাগা হু, প্যাহলে-ছে জেয়াদা
বাঁচতে শুরু করেছি, আগের থেকে অনেক বেশি

প্যাহলে-ছে জেয়াদা, তুমপে মারনে লাগা
আগের থেকেও বেশি, তোমার জন্য (পাগল হয়ে গিয়েছি) মরতে শুরু করেছি







র‍্যাহতে হো আকে যো তুম পাছ মেরে
যখন তুমি এসে থাকো- আমার পাশে

থাম জায়ে ইয়ে পাল এহি
এই মুহূর্ত যেন এখানেই থেমে যায়

বাছ মে এ ছোচু
আমি শুধু এটা ভাবি



ছোচু মে থাম জায়ে পাল ইয়ে
ভাবি এই মুহূর্ত থেমে যাক

পাছ মেরে যাব হো তুম
যখন তুমি আমার পাশে থাকো

ছোচু মে থাম জায়ে পাল ইয়ে
ভাবি এই মুহূর্ত থেমে যাক

পাছ মেরে যাব হো তুম

যখন তুমি আমার পাশে থাকো




চালতি হে ছাছে, প্যাহলে ছে জেয়াদা
শ্বাস চলছে আগের থেকে বেশি

প্যাহলে ছে জেয়াদা , দিল থেহেরনে লাগা
আগের থেকেও বেশি, হৃদয় থেমে যেতে চায়









তাহহায়িয়ো-মে, তুঝে ডুন্ডে মেরা দিল
নিঃসঙ্গতায় আমার হৃদয় তোমায় খুঁজে বেড়ায়

হারপাল ইয়ে তুঝকো হি ছোচে ভালা কিউ
প্রতি মুহূর্ত কেন শুধু তোমার কথাই ভাবে?

তাহহায়ি-মে, ডুন্ডে তুঝে দিল
নিঃসঙ্গতায় হৃদয় তোমায় খোঁজে

হারপাল তুঝকো ছোচে
প্রতি মুহূর্ত তোমার কথাই ভাবে


তাহহায়ি-মে, ডুন্ডে তুঝে দিল
নিঃসঙ্গতায় হৃদয় তোমায় খোঁজে

হারপাল তুঝকো ছোচে
প্রতি মুহূর্ত তোমার কথাই ভাবে






মিলনে লাগে দিল, প্যাহলে ছে জেয়াদা
হৃদয় মিলতে শুরু করেছে আগের থেকেও বেশি

প্যাহলে ছে জেয়াদা , ইশক হোনে লাগা
আগের থেকেও বেশি প্রেম হতে শুরু করেছে


-----------------------------------------------
Singers: Atif Aslam, Shreya Ghoshal
Music Director : Sachin Jigar
Lyrics Writer: Priya Panchal
-----------------------------------------------

Post a Comment

0 Comments