তেরি গালিয়া গানের বাংলা অর্থ-Galliyan Song Bangla Translation


Click here to see the English lyrics and translation.

তেরি গালিয়া গানের বাংলা অর্থ-Galliyan Song Bangla Translation


এহি ডুবে দিন মেরে
এইখানেই আমার দিন ডুবে যায় (দিন শেষ হয়ে যায়)

এহি হোতে হে সাভেরে
এইখানেই আমার সকাল হয়

এহি মারনা অর জীনা
এইখানেই মরতে ও বাঁচতে চাই

এহি মন্দির অর মাদিনা
এইখানেই আমার মন্দির আর মদিনা




এহি ডুবে দিন মেরে
এইখানেই আমার দিন ডুবে যায় (দিন শেষ হয়ে যায়)

এহি হোতে হে সাভেরে
এইখানেই আমার সকাল হয়

এহি মারনা অর জীনা
এইখানেই মরতে ও বাঁচতে চাই

এহি মন্দির অর মাদিনা
এইখানেই আমার মন্দির আর মদিনা


তেরি গালিয়া… গালিয়া তেরি, গালিয়া
তোমার গলিগুলো… তোমার (চলার) সেই রাস্তা

মুঝকো ভাবে গালিয়া, তেরি গালিয়া
তোমার গলিগুলো আমাকে ভালো লাগে

তেরি গালিয়া… গালিয়া তেরি, গালিয়া
তোমার গলিপথ…তোমার চলার সে পথ 

ইউহি তারপায়ে, গালিয়া তেরি, গালিয়া
এইভাবেই জ্বালায় আমাকে, তোমার গলিগুলো







তু মেরি নিন্দো-মে ছোতা-হে
তুমি আমার ঘুমের ভেতরে বাস করো

তু মেরে আশকো-মে রোতা হে
তুমি আমার চোখের জলে কাঁদো

ছারগোশি ছি হে খেয়ালো-মে
ভাবনাগুলোতে বাজে তোমার ফিসফিসানি

তু না হো, ফির ভী তু হোতা হে
তুমি না থেকেও, আমার চারপাশে থাকো

হে সিলা তু মেরে দার্দ কা
তুমি আমার কষ্টের পুরস্কার

মেরে দিল কি দুয়ায়ে হে
তুমি আমার হৃদয়ের প্রার্থনা


তেরি গালিয়া… গালিয়া তেরি, গালিয়া
তোমার গলিগুলো… তোমার (চলার) সেই রাস্তা

মুঝকো ভাবে গালিয়া, তেরি গালিয়া
তোমার গলিগুলো আমাকে ভালো লাগে

তেরি গালিয়া… গালিয়া তেরি, গালিয়া
তোমার গলিপথ…তোমার চলার সে পথ 

ইউহি তারপায়ে, গালিয়া তেরি, গালিয়া
এইভাবেই জ্বালায় আমাকে, তোমার গলিগুলো






ক্যায়ছা হে রিশতা তেরা মেরা
তোমার আর আমার সম্পর্কটা যেনো কেমন

বেচেহরা ফির ভী কিতনা গেহরা
চেহারা নেই (দেখা যায়না), তবু কত গভীর

এ লাহহে, লামহে এ রেশাম-ছে
এই মুহূর্তগুলো যেন রেশমের মতো কোমল

খো যায়ে খো না যায়ে হামছে
হারিয়ে না যায় যেন আমাদের থেকে

কাফিলা… ওয়াক্ত-কা… রোক লে
সময় নামের কাফেলাটা (গাড়িটা) থামিয়ে দাও

আব রুহ-ছে সে জুদা না হো
রুহু (আত্মা) থেকে  আলাদা যেনো না হই



তেরি গালিয়া… গালিয়া তেরি, গালিয়া
তোমার গলিগুলো… তোমার (চলার) সেই রাস্তা

মুঝকো ভাবে গালিয়া, তেরি গালিয়া
তোমার গলিগুলো আমাকে ভালো লাগে

তেরি গালিয়া… গালিয়া তেরি, গালিয়া
তোমার গলিপথ…তোমার চলার সে পথ 

ইউহি তারপায়ে, গালিয়া তেরি, গালিয়া
এইভাবেই জ্বালায় আমাকে, তোমার গলিগুলো


-----------------------------------------
Song: GALLIYAN
Singer: ANKIT TIWARI
Lyrics: MANOJ MUNTASHIR
Music: ANKIT TIWARI
-----------------------------------------



Banjaraa- Jise Zindagi Dhoondh Rahi Hai- জিসে জিন্দেগী ডুন্ড রাহি হে

জিছে জিন্দেগী ডুন্ড রাহি হে,
এ জীবন যা খুজে চলেছে,

কেয়া ইয়ে ও মোকাম মেরা হে ?
এই কি আমার সেই গন্তব্য (যা এ জিন্দেগী খুজে বেড়াচ্ছে) ?

ইয়াহা চ্যান ছে বাছ রুক যায়্যু,



Post a Comment

0 Comments