Roja Jaaneman Bangla Lyrics & Translation-রোজা জানেমান গানের বাংলা লিরিক্স ও অর্থ


Roja Jaaneman Bangla Lyrics & Translation-রোজা জানেমান গানের বাংলা লিরিক্স ও অর্থ
(To see the English Lyrics & Translation- Click here.)

Roja Jaaneman Bangla Lyrics & Translation-রোজা জানেমান গানের বাংলা লিরিক্স ও অর্থ

আ...আ...আ...আ...আ...

রোজা জানেমান, তু-হি মেরা দিল

রোজা- জানেমান/জানের জান, তুমিই আমার দিল/হৃদয়
(এই তামিল সিনেমাটিতে নায়িকার নাম থাকে- 'রোজা'।
তামিল ভাষায় 'রোজা' বলতে Rose-গোলাপ ফুলকে বুঝায়।)

তুঝ বিন তারছে ন্যায়না
তোমায় ছাড়া এ নয়ন তৃষ্ণার্ত

দিল-ছে না যাতি হে, ইয়াদে তুমহারি
হৃদয় থেকে তোমার স্মৃতি চলে যাচ্ছে না/
মন থেকে তোমায় ভুলতে পারছি না

ক্যায়ছে তুম বিন জিনা
কিভাবে তোমায় ছাড়া বাঁচবো ?

আখো-মে তু হে
চোখেতে তুমি

আছু-মে তু হে
চোখের জলেও তুমি

আঁখে বান্ধ কার লু
চোখ বন্ধ করলে

তো মান মে ভি তু হে
তখন মনেও তুমি থাকো

খাবো-মে তু, ছাছো-মে তু
স্বপ্নে তুমি, নিশ্বাসে তুমি

রোজা...
রোজা...

রোজা জানেমান, তু-হি মেরা দিল
রোজা- জানেমান/জানের জান, তুমিই আমার দিল/হৃদয়

তুঝ বিন তারছে ন্যায়না
তোমায় ছাড়া এ নয়ন তৃষ্ণার্ত

... ... ... ...
লা লা লা লা লা 

ছুকে ইউ চালি হাওয়া, জ্যাছে ছু-গায়ে হো তুম
হাওয়া এমনভাবে ছুয়ে গিয়েছে, যেভাবে তুমি ছুয়ে গিয়েছো

ফুল জো খিলে-থে, ও শুল বান গায়ে হে কিউ
যে ফুলগুলো ফুটেছিল, সেগুলো কেনো কাটা হয়ে গেলো

জি রাহা হু, ইছলিয়ে দিল-মে পেয়ার হে তেরা
বেঁচে আছি বলেই, হৃদয়ে তোমার জন্য ভালোবাসা

জুলম ছেহ রাহা-হু কিউ ইনতেজার হে তেরা
কষ্ট সহ্য করছি- কেনো... (কারন) তোমার জন্যই এই অপেক্ষা

তুমছে মিলে বিনা, জান-ভি না জায়েগি
তোমার দেখা না পাওয়া পর্যন্ত, জীবনও চলে যাবে না

কায়ামাত-ছে পেহলে, ছামনে তু আয়েগি
কেয়ামত এর আগে, সামনে তুমি আসবে

কাহা হে তু, ক্যাছি হে তু ?
কোথায় তুমি, কেমন আছো তুমি ?

রোজা...
রোজা...

রোজা জানেমান, তু-হি মেরা দিল
রোজা- জানেমান/জানের জান, তুমিই আমার দিল/হৃদয়

তুঝ বিন তারছে ন্যায়না
তোমায় ছাড়া এ নয়ন তৃষ্ণার্ত

আখো-মে তু হে
চোখেতে তুমি

আছু-মে তু হে
চোখের জলেও তুমি

আঁখে বান্ধ কার লু
চোখ বন্ধ করলে

তো মান মে ভি তু হে
তখন মনেও তুমি থাকো

খাবো-মে তু, ছাছো-মে তু
স্বপ্নে তুমি, নিশ্বাসে তুমি

রোজা...
রোজা...

... ... ... 
আ...আ...আ...আ...আ...

ঠান্ডি ঠান্ডি এ হাওয়া, তেরা কাম কেয়া ইয়াহা
ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, (ও হাওয়া) তোর কি কাজ এখানে ?

মিত নেহি পাছ মে, চান্দনি তু লট যা
প্রিয়া আমার কাছে নেই, ও চাঁদনী তুই চলে যা

ফুল কিউ খিলে হো তুম, জুলফ নেহি হো ইয়াহা
ও ফুল- তুমি ফুটছো কেনো ? তার চুলের গুচ্ছ তো নেই এখানে/
ও ফুল- তুমি ফুটছো কেনো ? (তোমায় কার চুলে গুজে দিবো? প্রিয়াই তো নেই। )

ঝুকে ঝুকে আছমা, মেরি হাছি না উড়া
ও ঝুলন্ত আকাশ, আমায় নিয়ে মজা/হাসাহাসি করিও না

পেয়ার-কে বিনা, মেরি জিন্দেগি উদাছ হে
প্রেম ছাড়া, আমার জীবন উদাস/ হতাশাময়

কোয়ি নেহি হে মেরা, ছিরফ তেরি আছ হে
আমার কেউ নেই, শুধু তোমার আশা আছে

খাবো-মে তু, ছাছো-মে তু
স্বপ্নে তুমি, নিশ্বাসে তুমি

রোজা...
রোজা...

রোজা জানেমান, তু-হি মেরা দিল
রোজা- জানেমান/জানের জান, তুমিই আমার দিল/হৃদয়

তুঝ বিন তারছে ন্যায়না
তোমায় ছাড়া এ নয়ন তৃষ্ণার্ত

আখো-মে তু হে
চোখেতে তুমি

আছু-মে তু হে
চোখের জলেও তুমি

আঁখে বান্ধ কার লু
চোখ বন্ধ করলে

তো মান মে ভি তু হে
তখন মনেও তুমি থাকো

খাবো-মে তু, ছাছো-মে তু
স্বপ্নে তুমি, নিশ্বাসে তুমি

রোজা...
রোজা...

আ...আ...আ...আ...আ...
........................................................
গানঃ রোজা জানেমান 
মিউজিক ডিরেক্টরঃ এ. আর. রহমান 
শিল্পীঃ এস. পি. বালাসুব্রামানিয়াম 
........................................................

Post a Comment

0 Comments