Bheegi Bheegi Raaton Mein-ভিগি ভিগি রাতো মে

Bheegi Bheegi Raaton Mein-ভিগি ভিগি রাতো মে

Bheegi Bheegi Raato Mein-ভিগি ভিগি রাতো মে




(For English Lyrics & Meaning: Click here)

 
(ভিগি ভিগি রাতো-মে, ফির তুম আও না (২))
ভেজা ভেজা এ রাতে, ফিরে তুমি এসো,
(এই বৃষ্টিভেজা রাতে, তুমি ফিরে আসোনা প্লিজ-(Request) )

অ্যাছি বারছাতো-মে আও না
এমন বৃষ্টিতে, চলে আসো,

(ভিগি ভিগি রাতো-মে, ফির তুম আও না (২))
ভেজা ভেজা এ রাতে, ফিরে তুমি এসো,

অ্যাছি বারছাতো-মে আও না
এমন বৃষ্টিতে, চলে আসো 

হো... অ্যাছি বারছাতো-মে আও না
এমন বৃষ্টিতে, চলে আসো 


ধারকানো মে আগায়া হে,
হৃদস্পন্দনে চলে এসেছে,

এক নাগমা তেরে পেয়ার কা,
তোমার প্রেমের এক গান,

জ্যাছে কোয়ি সুর মিলা হো,
যেনো কোনো এক সুর মিলেছে

দিল-কে তার ছে দিল-কে তার-কা,
হৃদয়ের তারের সাথে হৃদয়েরই তারের,

পাল কি হাছি মে,
মুহুর্তের হাসিতে

ইউহি দিল্লাগি মে ইয়ে দিল গায়া
এমনই আনন্দে/মজায় এই দিল হারিয়ে গেছে,

হামে কেয়া মিলা হে
আমি কি পেয়েছি

তুমহে তো মেরা দিল ভি মিল গায়া
তুমিতো আমার হৃদয়টাকেই পেয়ে গেছো

লেকে পেয়ার আখো-মে
চোখেতে প্রেম নিয়ে

লেকে পেয়ার আখো-মে
চোখেতে প্রেম নিয়ে

আও না,
চলে আসো নাহ- (প্লিজ)


(ভিগি ভিগি রাতো-মে, ফির তুম আও না (২))
ভেজা ভেজা এ রাতে, ফিরে তুমি এসো,

অ্যাছি বারছাতো-মে আও না
এমন বৃষ্টিতে, চলে আসো,

হো...অ্যাছি বারছাতো-মে আও না, আও না 
এমন বৃষ্টিতে, চলে আসো, আসোনা চলে... 



আ রেহি হে তেরি ইয়াদে,
তোমার কথা/স্মৃতি মনে পড়ছে

দিল মেরা ফির বেকারার হে,
হৃদয় আমার আবারো অস্থির হয়ে গেছে,

তুম মিলোগি, হা মিলোগি,
তুমি আসবে, হ্যা- আসবেই (তোমার সাথে আমার দেখা হবেই)

দিল-কো মেরে অ্যাতেবার হে,
আমার মনের/হৃদয়ের এটা বিশ্বাস

খুলি হে ইয়ে বাহে,
দু-বাহু খোলাই আছে ( প্রসারিত করে আছি দু-হাত তোমায় জড়িয়ে ধরার জন্য )

দেখে ইয়ে নিগাহে রাস্তা তেরা,
এই দৃষ্টি তোমার আসার পথ দেখে

জারা মুসকুরাকে ফির ছে দিখা দে ওহি আদা,
একটু হাসি দিয়ে দেখিয়ে দাও তোমার ওই চার্ম/ মোহনীয়তা

ইয়া তো মেরি ইয়াদো মে,
অথবা/নাহয় আমার স্মৃতিতে

ইয়া তো মেরি ইয়াদো মে আও না,
অথবা, আমার স্মৃতিতে আসো নাহ-

(ভিগি ভিগি রাতো-মে, ফির তুম আও না (২))
ভেজা ভেজা এ রাতে, ফিরে তুমি এসো,

অ্যাছি বারছাতো-মে আও না
এমন বৃষ্টিতে, চলে আসো,

অ্যাছি বারছাতো-মে আও না, আও না, 
এমন বৃষ্টিতে, চলে আসো, আসোনা চলে... 

লা লা লা 
.....................................................
গানঃ ভিগি ভিগি রাতো মে 
অ্যালবামঃ কাভি তো নাজার মিলাও 
শিল্পীঃ আদনান সামি 
প্রকাশকালঃ ২০০০ 
......................................................

Post a Comment

0 Comments