এ দিল কেয়া করে বাংলা অর্থ ও লিরিক্স -Yeh DiL Kya Kare Bangla Translation
জাদু-সা ছানে লাগা,যেন জাদুর মতো ছেয়ে গেল,
পাগল বানানে লাগা
পাগল বানাতে লাগল
কুছ ইয়াদ আনে লাগা,
কিছু মনে পড়তে লাগল,
কুছ ভুল জানে লাগা
কিছু ভুলে যেতে লাগল
কেয়া না কারে, কেয়া কারে,
কি না করে, কি করবে?
ইয়ে দিল কেয়া কারে
এই মন কী করবে?
এ দিল কেয়া কারে
এই মন কী করবে?
------
দিওয়ানা পাগল-সা দিল,
উন্মাদ পাগলের মতো মন,
আঁখো-কে কাজল-সা দিল
চোখের কাজলের মতো দিল
লেহরাতে আঁচল-সা দিল,
দুলতে থাকা ওড়নার মতো মন/হৃদয়,
জুলফো-কে বাদল-সা দিল
চুলের মেঘের মতো মন/হৃদয়
তারসে না ইয়ে, বারসে না ইয়ে,
এ মন না তৃষ্ণা মেটায়, না বৃষ্টি হয়ে নামে
ইয়ে দিল কেয়া কারে
এ মন কী করবে?
এ দিল কেয়া কারে
এই মন কী করবে?
জাদু-সা ছানে লাগা,
যেন জাদুর মতো ছেয়ে গেল,
পাগল বানানে লাগা
পাগল বানাতে লাগল
কুছ ইয়াদ আনে লাগা,
কিছু মনে পড়তে লাগল,
কুছ ভুল জানে লাগা
কিছু ভুলে যেতে লাগল
কেয়া না কারে, কেয়া কারে,
কি না করে, কি করবে?
ইয়ে দিল কেয়া কারে
এই মন কী করবে?
এ দিল কেয়া কারে
এই মন কী করবে?
-----
তুমসে চুরা লে তুমহে,
তোমাকে তোমার থেকেই চুরি করে নিই,
সবসে ছুপা লে তুমহে
সবার কাছে থেকে তোমায় লুকিয়ে রাখি
জা(ন) সে লাগা লে তুমহে,
প্রাণ দিয়ে তোমায় আঁকড়ে ধরি,
সাপনা বানা লে তুমহে
তোমাকে আমার স্বপ্ন বানিয়ে নিই
মে বেতাব হুঁ, তু বেচ্যান হে,
আমি ব্যাকুল, তুমি অস্থির –
ইয়ে দিল কেয়া করে?
এ মন কী করবে?
এ দিল কেয়া করে
এ মন কী করবে?
------
জাদু-সা ছানে লাগা, যেন জাদুর মতো ছেয়ে গেল,
পাগল বানানে লাগা
পাগল বানাতে লাগল
কুছ ইয়াদ আনে লাগা,
কিছু মনে পড়তে লাগল,
কুছ ভুল জানে লাগা
কিছু ভুলে যেতে লাগল
কেয়া না কারে, কেয়া কারে,
কি না করে, কি করবে?
ইয়ে দিল কেয়া কারে
এই মন কী করবে?
এ দিল কেয়া কারে
এই মন কী করবে?
-----------------------------------
Singers: Alka Yagnik, Udit Narayan
Song Lyricists: Anand Bakshi
Music Composer: Jatin Pandit, Lalit Pandit
Music Director: Jatin Pandit, Lalit Pandit
Director: Prakash Jha
Music Label: Sony BMG
Starring: Ajay Devgn, Kajol, Mahima Chaudhry, Chandrachur Singh
0 Comments