থোড়া-সা পেয়ার হুয়া হে বাংলা লিরিক্স ও অর্থ -Thoda Sa Pyar Hua Hai Bangla Translation


থোড়া-সা পেয়ার হুয়া হে বাংলা লিরিক্স ও অর্থ -Thoda Sa Pyar Hua Hai Bangla Translation

থোড়া-সা পেয়ার হুয়া হ্যায়
অল্প একটু প্রেম হয়েছে

থোড়া হ্যায় বাকি
কিছু এখনও বাকি আছে

থোড়া-সা পেয়ার হুয়া হ্যায়
অল্প একটু প্রেম হয়েছে

থোড়া হ্যায় বাকি
কিছু এখনও বাকি আছে


---
হাম তো দিল দে হি চুকে হো..
আমি তো হৃদয় দিয়ে ফেলেছি

হাম তো দিল দে হি চুকে
আমি তো মন দিয়ে দিয়েছি

বাস তেরি হাঁ হে বাকি
শুধু তোমার 'হ্যা' বলাটাই বাকি আছে

থোড়া-সা পেয়ার হুয়া হ্যায়
অল্প কিছু প্রেম হয়েছে

থোড়া হ্যায় বাকি
কিছু এখনও বাকি আছে

থোড়া-সা পেয়ার হুয়া হ্যায়
অল্প কিছু প্রেম হয়েছে

থোড়া হ্যায় বাকি

কিছু এখনও বাকি আছে



---
কনসা মোড় আয়া
জীবনের পথে কেমন এক বাঁক এলো

জিন্দেগি-কে সাফার-মে
জীবনের যাত্রাপথে

বাস গায়া তু হি তু
এখন কেবল তুমি-ই রয়েছো

আব তো মেরি নজর মে
এখন আমার চোখে শুধু তুমি


দিল কি হার এক ধারকান
হৃদয়ের প্রতিটি ধ্বনি

তুঝকো পেহচান-তি হ্যায়
তোমায় চিনে ফেলেছে

মেরি চাহাত হ্যায় আব কেয়া
আমার ভালোবাসা/চাওয়া এখন কেমন

তু নেহি জানতি হ্যায়
তুমি জানো না


ম্যায় তুঝে জান গায়ি হো..
আমি তোমাকে জেনে ফেলেছি

তুঝকো পেহচান গায়ি
তোমাকে চিনে নিয়েছি

ফির ভি তেরি হাঁ হ্যায় বাকি
তবুও তোমার 'হ্যা' বলা বাকি/ সম্মতি বাকি আছে

থোড়া-সা পেয়ার হুয়া হ্যায়
অল্প কিছু প্রেম হয়েছে

থোড়া হ্যায় বাকি

কিছু এখনও বাকি আছে



---
আজ ইয়ে কেয়া হুয়া হ্যায়
আজ কী যে হয়ে গেল

দিল নেহি মেরা বাস মে
আমার মন আর আমার নিয়ন্ত্রণে নেই

ইস লিয়ে সোচতি হুঁ
তাই ভাবছি

তোড় দুঁ ছাড়ি রাছমে
সব নিয়ম-নীতি ভেঙে ফেলি



উমর ভর কে লিয়ে তু
সারা জীবনের জন্য তুমি

আ মেরা সাথ দে দে
এসো, আমার সঙ্গ দাও

তেরা হো যাউঙ্গা ম্যায়
আমি তোমার হয়ে যাবো

হাথোঁ মে হাথ দে দে
আমার হাত তোমার হাত রাখো


হাথোঁ মে হাথ ছেহি হো..
হাতে হাত থাকুক

তু মেরে সাথ ছেহি
তুমি আমার পাশে থাকো

ফির ভি তেরি হাঁ হ্যায় বাকি
তবুও তোমার 'হ্যা' বলা বাকি/ সম্মতি বাকি আছে



থোড়া-সা পেয়ার হুয়া হ্যায়
অল্প কিছু প্রেম হয়েছে

থোড়া হ্যায় বাকি

কিছু এখনও বাকি আছে


---
Song - Thoda Sa Pyar Hua Hai
Film - Maine Dil Tujhko Diya
Singer - Udit Narayan, Alka Yagnik
Lyricist - Faaiz Anwaar
Music Director - Dabboo Malik
Artist - Sohail Khan, Sameera Reddy
Music On - T-Series

Post a Comment

0 Comments