ছোটি ছোটি রাতে লাম্বি হো জাতি হে বাংলা অর্থ - Chhoti Chhoti Raatein Bangal Lyrics Translation
ছোটি ছোটি রাতে, লাম্বি হো জাতি হ্যায়ছোট ছোট রাতগুলো দীর্ঘ/লম্বা হয়ে যায়
ছোটি ছোটি রাতে, লাম্বি হো জাতি হ্যায়
ছোট ছোট রাতগুলো দীর্ঘ/লম্বা হয়ে যায়
ব্যায়ঠে বিঠায়ে ইউহি, নিন্দে খো-জাতি হ্যায়
বসে বসে এমনিই ঘুম হারিয়ে যায়
দিল-মে বেচ্যানি আঁখো-মে ইন্তেজার হোতা হ্যায়
দিলে/হৃদয়ে অস্থিরতা, চোখে অপেক্ষা থাকে
যাব কিসিকো, কিসিসে পেয়ার হোতা হ্যায়
যখন কারো কারো সাথে প্রেম হয়
যাব কিসিকো, কিসিসে পেয়ার হোতা হ্যায়
যখন কারো কারো সাথে প্রেম হয়
ছোটি ছোটি রাতে, লাম্বি হো জাতি হ্যায়
ছোট ছোট রাতগুলো দীর্ঘ/লম্বা হয়ে যায়
ব্যায়ঠে বিঠায়ে ইউহি, নিন্দে খো-জাতি হ্যায়
বসে বসে এমনিই ঘুম হারিয়ে যায়
দিল-মে বেচ্যানি আঁখো-মে ইন্তেজার হোতা হ্যায়
দিলে/হৃদয়ে অস্থিরতা, চোখে অপেক্ষা থাকে
যাব কিসিকো, কিসিসে পেয়ার হোতা হ্যায়
যখন কারো কারো সাথে প্রেম হয়
যাব কিসিকো, কিসিসে পেয়ার হোতা হ্যায়
যখন কারো কারো সাথে প্রেম হয়
ছোটি ছোটি রাতে, লাম্বি হো জাতি হ্যায়
ছোট ছোট রাতগুলো দীর্ঘ/লম্বা হয়ে যায়
-----
দিবানি-ছি হালাত-হে আপনি
পাগলের মতো অবস্থা আমার
পুছো না কেয়া চাহাত-হে আপনি
জিজ্ঞেস কোরো না, আমার কী আকাঙ্ক্ষা
থামলি মে, তেরি এ বাহে
আমি ধরেছি তোমার এই হাত
ইন বাহো-মে জান্নাত হে আপনি
এই বাহুতেই আমার জান্নাত
---
ফুলো-ছা খিলকে মেহকা হে এ দিল
ফুলের মতো ফুটে সুবাস ছড়িয়েছে এই মন
ফির তুঝে ছুকে মেহকে এ দি
তোমাকে ছুঁয়ে আবারও সুবাস ছড়িয়েছে এই মন
দিল-কা কেয়া এ তো
মনই বা কী, এটা তো
হারপাল বেকারার হোতা হে
প্রতি মুহূর্তেই অস্থির হয়ে ওঠে
যাব কিসিকো কিসিসে পেয়ার হোতা হ্যায়
যখন কারো কারো সাথে প্রেম হয়
যাব কিসিকো কিসিসে পেয়ার হোতা হ্যায়
যখন কারো কারো সাথে প্রেম হয়
ছোটি ছোটি রাতে, লাম্বি হো জাতি হ্যায়
ছোট ছোট রাতগুলো দীর্ঘ/লম্বা হয়ে যায়
---
পানছি বানকে উড় জাতে দিল
পাখি হয়ে উড়ে যায় দিল
মিলতে হ্যায় জাব স্বপ্নো-কি মঞ্জিল
যখন পাওয়া যায় স্বপ্নের মানজিল
স্বপ্নে তো ফির স্বপ্নে হোতে হ্যায়
স্বপ্ন তো শুধু স্বপ্নই হয়
সাচ হ্যায় ইয়ে কাব আপনে হোতে হ্যায়
সত্যি হয়ে এটা কবে আপন/নিজের হয়
জাগ কিয়া ফির দেখা কাব সপ্না
জেগে ওঠার পর কি আর স্বপ্নটা দেখা যায়
জব কোয়ি দিল কো লাগে কোয়ি আপনা
যখন কারো দিল/হৃদয়কে নিজের মনে হয়
না দিল পে কাবু না খুদ পে ইখতিয়ার হোতা হ্যায়
না থাকে তখন নিজের হৃদয়ের উপর নিয়ন্ত্রন, না নিজের কোনো ক্ষমতা থাকে
যাব কিসিকো কিসিসে পেয়ার হোতা হ্যায়
যখন কারো কারো সাথে প্রেম হয়
যাব কিসিকো কিসিসে পেয়ার হোতা হ্যায়
যখন কারো কারো সাথে প্রেম হয়
----
Song - Chhoti Chhoti Raatein
Film - Tum Bin... Love Will Find A Way
Singer - Sonu Nigam, Anuradha Paudwal
Lyricist - Faaiz Anwaar
Music Director - Nikhil, Vinay
Artist - Priyanshu Chatterji, Sandali Sinha
Music On - T-Series
---
0 Comments