ও সাজনী রে গানের বাংলা লিরিক্স ও অর্থ- O sajni Re Song Bangla Translation
ও সাজনী রে
(হে প্রিয়)
ক্যাসে কাঁটে দিন রাত
(কীভাবে কাটাই এই দিন-রাত)
ক্যাসে হো তুঝছে বাত
(কীভাবে তোমার সাথে কথা বলি?)
তেরি ইয়াদ ছাতাভে-রে
(তোমার স্মৃতি আমায় কষ্ট দেয়)
ও সাজনী রে
(ও প্রিয়)
ক্যাসে কাঁটে দিন রাত
(দিন-রাত কীভাবে কাটে)
ক্যাসে মিলে তেরা সাথ
(তোমার সঙ্গ কীভাবে পাই?)
তেরি ইয়াদ তেরি ইয়াদ ছাতাভে-রে
(তোমার স্মৃতি, তোমার স্মৃতি আমায় তাড়িয়ে বেড়ায়)
ক্যাসে ঘানেরে বাদরা ঘিরে
(কীভাবে ঘন মেঘ চারপাশে জমে ওঠে)
তেরি কামি কি বারিশ লিয়ে
(তোমার অভাবের বৃষ্টি নিয়ে আসে)
ছয়লাব জো মেরে সীনে মে হ্যায়
(যে ঝড় আমার বুকে চলেছে)
কোয়ি বাতায়ে ইয়ে ক্যাসে থামে
(কে বলবে এটা কীভাবে থামাই?)
তেরে বিনা আব ক্যাসে জিয়ে
(তোমাকে ছাড়া এখন কীভাবে বাঁচি?)
ও সাজনী রে
(হে প্রিয়)
ক্যাসে কাঁটে দিন রাত
(কীভাবে কাটাই এই দিন-রাত)
ক্যাসে হো তুঝছে বাত
(কীভাবে তোমার সাথে কথা বলি?)
তেরি ইয়াদ ছাতাভে-রে
(তোমার স্মৃতি আমায় কষ্ট দেয়)
ও সাজনী রে
(হে প্রিয়)
ক্যাসে কাঁটে দিন রাত
(কীভাবে কাটাই এই দিন-রাত)
ক্যাসে হো তুঝছে বাত
(কীভাবে তোমার সাথে কথা বলি?)
তেরি ইয়াদ, তেরি ইয়াদ ছাতাভে-রে
(তোমার স্মৃতি আমায় কষ্ট দেয়)
ও সাজনী রে
(ও প্রিয়)
------------------------------------------
Song Name: Sajni
Composed By : Ram Sampath
Lyricist : Prashant Pandey
Singer : Arijit Singh
------------------------------------------
0 Comments